বিশ্বাস করুন, এইরকমই সবসময় ভাবি, আমার কি আদৌও কোন সঙ্গীনী হবে? হলেও আমাকে কিভাবে দেখবে? কোন একদিন "তুমি আমার মত নও, তুমি আমার মত চলতে পারোনা" এসব অজুহাতে চলে যাবে নাতো? এসব খুব ভাবায়।
ভিডিওটা দেখে অনেক্ক্ষণ কান্না করেছি, একবারেরই এই জীবনে এত অসহায় করে কেন পাঠালো সৃষ্টিকর্তা?
কেন জীবনের ছোট্ট স্বাভাবিক ইচ্ছে গুলো পূর্ণ হয়না?
রাস্তায় 'হাটতে' গেলে মানুষ যখন কেমন দয়াযুক্ত অথচ তৃপ্তির চোখে তাকিয়ে থাকে, তখন নিজেকে ভিন্ন প্রাণী মনে হয়।
সবসময়ই দর্শক থাকা রোজরোজ নিজেকে একটু একটু করে পোড়ায়।
আত্মসম্মান আর কুসংস্কারাচ্ছন্ন সামাজিকতায় বুঁদ হয়ে বোঝা ভেবে পরিবার থেকে ধীরে ধীরে দুরে সরিয়ে দেওয়া আমার বয়স বাড়িয়ে দিয়েছে দিগুণ।
তথাকথিত ভিআইপি কোন জায়গায় মানুষের কেমন অবজ্ঞার দৃষ্টি বুকের ভেতর তীব্র শেল হয়ে বিঁধে।
ছোট বেলায় মানুষ কথায় কথায় বলতো- ভালো হলে নিশ্চয়ই খারাপ কিছু করতা/ তোমার বাবা-মা নিশ্চয়ই কোন পাপ করেছে, তার প্রতিফল পাচ্ছো।। কেন? আমার চেয়ে খারাপ মানুষ এ জগতে নেই? / অন্যকারো ফল আমাকেই কেন ভুগতে হবে?
আমি অযোগ্য নই, আমি স্বশিক্ষিত, সুশিক্ষিত, কর্মক্ষম। তবু মানুষের সার্কাজম দেখি, কখোনো পুলকিত হই, কখোনো কষ্টে নীল।
এ জীবন এমন কেন?
দিনশেষে খুব ক্লান্তি আর ঘুম যখন মিলেমিশে একাকার- ঘোরের মধ্যেই মানুষকে প্রশ্ন করি- আমি কি তোমাদের স্বজাতি নই?
তোমাদের সৃষ্টিকর্তা এমন কেন?
https://www.youtube.com/watch?v=AkVlfoHZERA&feature=share&fbclid=IwAR2CkDLCO8PaHFl3-3rtNtH4fp-vADds_62GcTjNUs93uhO-a-xXOi7WrEM
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪