স্মৃতিময় সে দিনগুলো আজ মলিন,
কতকথা কত গান মুছে গেছে ধীরে,
তোর কবরে আজ ঘাস জমেছে অনেক,
কফিমগে চুমুক দেওয়া হয়না বহুদিন।
গিটারের তার জুড়ে আজ ধুলোর মিছিল,
একলা এক কোনে পড়ে আছে কতকাল
শহুরে জীবনের যান্ত্রিকতায় অসহায়
গানের আকাশে এখন ওড়ে নিঃস্ব গাঙচিল।
আমার সময় ওখানেই থেমে আছে,
স্বপ্নরা সব আর্তচিৎকারে মরে রোজ,
প্রায়শই বিকেলগুলো উপহাস করে আমায়,
জোস্না রাতও মুখ ফিরিয়ে নেয় চরম অবহেলায়।
তুই নেই বলে তাই।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫