ভুলে গেছি সেদিনকার কথা,
প্রথম দেখা কবে।
আজকাল খুব ব্যস্ত আমি,
অফিসের রুটিন শেষে ক্লান্ত হই - ফিরে এসেই বিশ্রামের তোড়জোড়।
ঘুমঘোরে আবছা অতীতে ফিরে যাই অনিচ্ছায়।
সিনেমার মত শুনি তোর কলকলে হাসিটা,
একটু পরপর
যেন আমি আলঝেইমার রোগী।
চুম্বনের স্বাদ কি আমি ভুলে গেছি?
নিজেকেই প্রশ্ন করি।
অবচেতন মন তাতে সায় দেয় "হ্যা"।
তোর সাথে অনেকদূর গিয়েছিলাম।
একটা সংসার ছিল আমাদের
ছিল ভালোবাসা,
বিশ্বাস
দুষ্টুমি।
দীর্ঘশ্বাসের সংখ্যা বাড়তেই থাকে, রাত বাড়ে,
আমি জেগে উঠে অন্ধকারে বসে থাকি।
মাঝেমধ্যে নিঃশব্দে কাঁদি।
তোর চেহারাটা অস্পষ্ট দেখি
অনেকদিন তো হলো, তাই হয়তো।
নিজেকে নিজেই বলি- কাল অফিস যেতে হবে।
সোনালী বিকেলে চেনা রাস্তায় হাটতে হাটতে আনমনা হয়ে যাই,
এ যেন আমার স্বভাব হয়ে গেছে,
নিজেকে খুব একা লাগে,
সোডিয়াম লাইটগুলোর মত একা,
চাদ দেখিনা অনেকদিন।
যান্ত্রিক শহরে আগের মত চাদের হিসেব রাখিনা।
রাখা হয়না।
আমি খুব ব্যস্ত তো,,,,,,,,,,,,,,,!!
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ সকাল ১১:৩৬