অতন্দ্রিলা....
ঘুমোওনি জানি এখোনো, উদাস নয়নে নিভু নিভু পিদিম হাতে ছোট্ট এক ঘরের উঠোনো দাড়িয়ে আকাশ দেখছো হয়তো. চোখে ভয় আর বিস্ময়ে তাকিয়ে আছো হাজারটা তারার পানে, প্রতিক্ষার প্রহর শেষ হয় হতাশায় সেও জানি. দখিনা বাতাসে এলোমেলো চুল. মনে করছো রঙিন স্মৃতিগুলো. ভাবছ নিয়তিকে. দোষ দিচ্ছ ভাগ্যের. একা তোমার সে রাজ্য. চুপি চুপি এই গাঢ় রাতে ভাবছো কোটি মানুষের এই পৃথিবীকে...। জানতে চাওয়ার ইচ্ছে নিশ্চয়ই জেগেছে তোমার মনের এত কথা কিভাবে জানলাম আমি..? জানবোনা কেন বলো.? আমিইতো তোমার পৃথিবীতে বিচরন করি সারাক্ষন। তোমার সব ভাবনাগুলোর খোজ রাখি।
আমিও এখন আকাশ দেখছি. আজ পৃথিবীর আকাশে চাঁদ নেই. মেঘাচ্ছন্ন কালো আকাশ., তোমার আর আমার ভাগ্যের মতই। একটা তারা নিভু নিভু.. তাকে বলছি তোমার কথা, জানো? তারারাই এখন আমার রাতের কথাসঙ্গি. দিন তো চলে যায় বিচিত্র সব মানুষের ব্যস্ততা দেখে. কিন্তু রাত? সেতো মহাকাল.. নিরব নিস্তব্দ রাতে আমাদের ভালোবাসার গল্প আকাশের হাজার টা তারা শোনে গভীর মনোযোগে. কখোনোবা কেটে যায় রাত সীমাহীন নেশায়. তোমায় খুব ভালোবাসী বউ. শুধু জানিনা অতোদূর থেকে আমায় দেখতে পাও কিনা.. হয়তোবা দেখো.
কিন্তু আমি তোমায় দেখিনা. বড় ইচ্ছে করে তোমায় দেখি. কত দিন তোমায় দেখিনা. কতদিন আদর করে বুকে জড়িয়ে নাওনি. দেখিনি কতদিন ঐ শান্ত শীতল চাহনী কিংবা উচ্ছলতা. রাগাইনি বহুদিন, রাগ ভাঙ্গাইনি. বড় ইচ্ছে করে তোমায় দেখি. আদর করি. রাগাই।।
জানো? তোমায় প্রায় সবাই ভুলে গেছে. এখন আর কেউ বলেনা তোমার কথা. কিন্তু তোমায় আমি ভুলতে পারিনি.. একাকী নিজের ভেতর প্রতিনিয়ত জ্বলেপুড়ে ছাঁই হচ্ছি. অনুভব করি তোমায় বিস্তির্ন স্মৃতির পানে তাকিয়ে. মাঝেমাঝে তোমার শাড়ী চুড়ি ছুয়ে দেখি গভীর আবেঘে।
ক্যালেন্ডারের হিসেবে আজ অনেকগুলো মাস,, ডায়েরীর হিসেবে অনেকগুলো পাতা. খুব ভারী হয়েছে পৃষ্ঠার ভাঁজ গুলো। সেইদিন থেকে আজকের তারিখের পৃষ্ঠাগুলো হাতে নিলাম আজ..'আহ...এত্তগুলো দিন?'
নিয়তিকে মেনে নিয়েছি.. আসবেনা ভেবেই দিনাতিপাত আমার... অব্যক্ত চোখের চাহনি আকাশপানে সাথে অনর্গল অশ্রু ছাড়া কেউ নেই আমার.. অনেকরাত কাটে এক অপরিচিতার সাথে কথা বলে.. সেও তোমারী মতন. কিংবা আমার।
ভাগ্যের অগ্নিচক্ষুর শিকার... নাম ও জানিনা।
ডায়েরীর পাতাগুলো তোমাকে লেখা ছোট ছোট চিঠি আর অদ্ভুত লেখায় ভরে গেছে...
এই সেদিন লিপজেল খুজে পাচ্ছিলামনা.. ""প্রিয়তমা. লিপজেলটা খুজে পাচ্ছিনা. ঠোট টা একটু ভিজিয়ে দিয়ে যাও"" । হা হা হা ।
পাগলী......... ফিরে এসো একবারটি.. প্লিজ ।।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৫