আমরা আসলে দেহের চেয়ে মনের কষ্টই বেশী অনুভব করি
তা আজ গভীর ভাবে অনুধাবন করলাম তারাবীহ নামাজ আদায় করতে গিয়ে
আমার পাশের ভাই এক পায়ের অর্ধেক অংশ না থাকা সত্ত্বেও প্রায় ২ ঘন্টা দারিয়ে থেকে পুরু নামাজ আদায় করেছে
অথচ আমরা যারা সুস্থ অাছি তারা পারিনা! দেহের কষ্ট যদি হতো তাহলে ঐ ভাইয়ের পক্ষে
নামাজ আদায় করা সম্ভব হতো বলে আমার মনে হয় না। আমরা আমাদের চারপাশে তাকালে
আমাদের শিক্ষনীয় অনেক কিছু দেখতে পারি দেখার শুধু চোখ থাকা দরকার। অাল্লাহ আমাদের কে তৌফিক দান করুন
আমরা যেন মসজিদে গিয়ে সহী ভাবে পুরু নামাজ আদায় করতে পারি।
আমিন।আমরা আসলে দেহের চেয়ে মনের কষ্টই বেশী অনুভব করি
তা আজ গভীর ভাবে অনুধাবন করলাম তারাবীহ নামাজ আদায় করতে গিয়ে
আমার পাশের ভাই এক পায়ের অর্ধেক অংশ না থাকা সত্ত্বেও প্রায় ২ ঘন্টা দারিয়ে থেকে পুরু নামাজ আদায় করেছে
অথচ আমরা যারা সুস্থ অাছি তারা পারিনা! দেহের কষ্ট যদি হতো তাহলে ঐ ভাইয়ের পক্ষে
নামাজ আদায় করা সম্ভব হতো বলে আমার মনে হয় না। আমরা আমাদের চারপাশে তাকালে
আমাদের শিক্ষনীয় অনেক কিছু দেখতে পারি দেখার শুধু চোখ থাকা দরকার। অাল্লাহ আমাদের কে তৌফিক দান করুন
আমরা যেন মসজিদে গিয়ে সহী ভাবে পুরু নামাজ আদায় করতে পারি।
আমিন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:০১