ঘুমের আঘাতে ঘুমহীন হে পৃথিবী কর্মের আসরে উদ্দাম,
রাত্রি পারে কর্মের কথা ভোর হয় আলোর আগমনী বার্তায়,
চোখের পাতা নিচে নামে দ্বায়িত্ব বলে জেগে থাক আরো,
শেষ হতে বাকি আর নাই, কি আর করি বসে আছি তাই।
ক্ষুদার্থ পেটে পানি টলমল স্বপ্নে ভাসে ডিম রুটি চা,
দেহ ক্লান্ত কুজো হতে চাই, টেবিল হতে মাথাটাকে একটু দুরে রাখি,
কাজ শেষ হতে হবে আর একটু বাকি আঠালো ঠোটে জোর খুঁজে ফিরি
চশমাটিকে ভাল করে মুছে দেখি ঠিক আছেত সব নাকি আরো একটু বাকি ?
(ইহা একটি বাস্তব কোবতা, ঘুমে আমার চোখ পরে যায়, ঘুমাতে পারি না, খিদায় পেট জলে , খাবার নায়, বইসা বইসা পানি খাই

সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৮ ভোর ৪:১৮