ওয়াসফিয়া এভারেষ্ট সামিট দাবী করেছেন ৬:২৬ - এ। এই ছবিতে তিনি দাবী করছেন হিলারী ষ্টেপের নীচে ট্রাফিক জামে আটকে পরেছেন। ছবির সময় ৫:৩০ এর কাছাকাছি হবে । যাই হোক ছবির ব্যাকগ্রাউন্ডে আলো আসছে ডান দিক থেকে - মানে পূর্ব দিক থেকে , কিন্তু ওয়াসফিয়ার সেলফিতে আলো আসছে বাম দিক থেকে, সেটা কেন ঠিক বুঝতে পারছি না। কেউ কি এবিষয়ে সাহায্য করতে পারবেন ?
ছবিটা বুঝার সুবিধার জন্য একটু বড় করে এবং কিছু জায়গা চিন্হিত করে দিলাম।
যে জায়গায় যে সময়ে তিনি ছবি তুলেছেন সেখানে পশ্চিম দিক থেকেও রিফ্লেক্টেড লাইট আশার কথা না ! আর রিফ্লেট হওয়া লাইট বা এমবিয়েন্ট লাইট অবজেক্টের গায়ে উজ্ঝল স্পট তৈরী করবেনা । ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো উজ্জল স্পট । কারণ টা কি বুঝতে পারছি না
নীচের ছবিটা দেখুন ক্লাইম্বার এর চশমা+চেহারায় রিফ্লেকটেড লাইট পরেছে । তার চশমার উপরের দিক অন্ধকার, নীচের দিক কিছুটা উজ্জল ।
কিন্তু ওয়াসফিয়ার মত স্পটেড কিছু নেই ।
আপা শেরপার একটি ছবিতে দেখা যাচ্ছে একই স্হানে ( হিলারী স্টেপ ) এ আলো একদিক থেকেই পড়ছে ! আপা শেরপার গায়ে আলো আসছে ফ্রেমের ডান পাশ থেকে - আর ব্যাকগ্রাউন্ডেও আলো আসছে ফ্রেমের ডান দিক থেকে । সুন্দর ভাবে মিলে যায় । কিন্তু ওয়াসফিয়ার গায়ে আলো আসছে ফ্রেমের বাম দিক থেকে আর ওয়াসফিয়ার ব্যাকগ্রাউন্ডে আলো আসছে ফ্রেমের ডান দিক থেকে , কেন ? বুঝতে পারছি না!
আপা শেরপার চেহারার একদিক থেকে আলো আসছে, সান গ্লাসের একদিক উজ্জল, নাকের মাস্কের একদিক উজ্জল । কিন্তু ওয়াসফিয়ার সান গ্লাস আর মাস্ক এর অন্য দিক উজ্ঝল ।
একই জায়গায় প্রায় একই সময় দুজনের চেহারায় আলো আসছে দুদিক থেকে !
কারণ টা কি ? আমি কারো সামিট নিয়ে আপত্তি করছি না, শুধু বিষয়টা একটু বুঝতে চাইছি । প্লীজ হেলপ---
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৩২