ভারত ষিমান্ত থেকে এয়ার ডিসটেন্স ৪ কিলো আর রুমা বাজার থেকে ১৪ কিলোর মত। পাহাড়িদের ৬ - ৮ ঘন্টা হাটার রাস্তা। আমরা হেটেছিলাম ১২ ঘন্টায়!
মজার ব্যাপার এটা রাংগামাটি জেলার বিলাইছড়িতে হলেও এখানের মানুষের সাথে যোগাযোগ বান্দরবন জেলার রুমা বাজারের সাথে , কারণ বিলাইছড়ি যেতে লাগে প্রায় এক সপ্তাহ, আর রুমা এক দিন!
রোদের আলো চিকমিক করছে দুরন্ত উচ্ছল জলধারা্য!
কর্ণফুলী নদীর যে কয়টা উৎস আছে তার একটি বড় উৎস হচ্ছে রাইখ্যাং নদী । জারা জিরি বা জারুল জিরিতে শুরু হয়ে এতে মিশেছে দুমলং জিরি আরো অনেক ছোট বড় জিরি। এই রাইখ্যাং নদীতেই জলপ্রপাতটির অবস্হান । দুমলং চুড়ার নীচে, আর রাইখ্যাং লেকের পিছে !
ঝরণা দেখতে গিয়ে থাকতে হবে রাইখাং লেকের পারে পকুর পাড়ায় অথবা প্রংজন পাড়ায়, ছবিতে দেখা যাচ্ছে নীচে :
গুগুল আর্থে পকুরপাড়া ঝরনার আশ - পাশে এলাকা ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩