একাত্তরে যেই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে আমরা হারিয়ে দিয়েছিলাম, আজকে এই স্বাধীন বাঙলাদেশে তাদের এত প্রভাব প্রতিপত্তির কারণ কী? তারা কীভাবে এত ক্ষমতাশালী হল? তারা কীভাবে এত শক্তি সঞ্চয় করলো?
এর কারণ আওয়ামী ফ্যাসীবাদী বাকশালী আচরণ, স্বেচ্ছাচারিতা, বাক স্বাধীনতা হরণ, রক্ষীবাহিনী, জুলুম নির্যাতন, মামলা হামলা হত্যা গুমের রাজনীতি । কিভাব ? ৭১ অর্জিত জনগনের বিজয় উল্লাস যখন ৭২-৭৫ এ নির্যাতন - নিষ্পেষণে নাভিশ্বাসে পরিণত হয় তখন অস্তিত্ব রক্ষার জন্য অনেক ডান - বাম জোট বাধে, আর সেই জোটে মিশে যায় অনেক যুদ্ধাপরাধীও !
জিয়ার কোন পলিটিক্যাল ক্যারিয়ার ছিল না, পলিটিক্যাল বেজ ব্যাকগ্রাউন্ড কিছুই ছিলনা ! অথচ ৭৫-৮০ এই অল্প সময়ে তার দল এমন ভাবে জনপ্রিয় ও গ্রহণীয় একটি দল হয়ে যায় কিভাবে ? আর্মি ব্যাক গ্রাউন্ড থেকে এসে জনপ্রিয় জনপ্রতিনধি হয়ে যায় কিভাবে?
এর মুলে আছে ৭২-৭৫ এর আওয়ামী দুশ্বাসন ! যে বিশাল জনশক্তি পাকি-রাজাকরিদের প্রত্যাক্ষাণ করেছিল বিপুল বিক্রমে, তাদের চোখের সামনেই পুনর্বাসিত হয় জনধিকৃত পরাজিত শক্তি, কিভাবে ?
কারণ আওয়ামী শাসন বাংলার মানুষের স্বাধীণতার চেতনাকে ম্লাণ বিবর্ন করে দিয়েছিল মাত্র তিন বছরেই, আর জনগন তখন স্বাধীনতার চেতনা ভুলে অস্তিত্ব রক্ষার চেষ্টায় মশগুল হয় ব্যাপক ভাবে । আর অস্তিত্য রক্ষার মুলনীতিই ছিল আওয়ামী দনবের হাত থেকে বাচা ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬