মুঠোফোন ছিলোনা, তাতে কি? মুক্ত আকাশ ছিলো। আমরা ডাক বিভাগের সরকারি হলুদ খামে আকাশের ঠিকানায় চিঠি লিখতাম। খামের দাম ছিলো আড়াই টাকা।
ভিডিও গেমসের এত রমরমা ছিলোনা, তাতে কি? আমাদের মোস্তফা গেম ছিলো। প্রতি লাইফ এক টাকা।
এতো এ+ প্লাস ছিলোনা, সারা শিক্ষা বোর্ডে ২০ জন আগুনমার্কা বারুদ ছিলো। প্রত্যেকদিনের একটা বিকেল ছিলো, বিকেলমানেই প্রাণ ভরে চিল্লাচিল্লি….।
ইন্টারনেট-ফেসবুক-ইমো হিমো ছিলোনা, তাতে কি? মানুষের মানবিকতা ছিলো। উইথআউট নোটিশের মেহমান ছিলো। না বলে কয়ে আসা মেহমানকে পাবার আনন্দ বোধহয় কোনো পাবোনা।
আমাদের জিরো আলম ছিলোনা- আামাদের ছিলো জেমস-হাসান-বাচ্চু-মাকসুদ।
কি যেন একটা নেই এখন আমাদের!
কি সেটা?
আমার মনে হয় সরলতা- কোথাও-কোনোকিছুতেই সরলতা নেই আমাদের