যখন কেউ থাকেনা, নুপুরের শব্দ শোনা যায়!
মনে হয় কেউ আলতো করে আমাকে নিয়ে
পৃথিবীর মত ঘুরে বেড়াচ্ছে-এক এবং অসীমে!
মাতাল করা একটা গন্ধ যেন খুব কাছে এসেই
হারিয়ে যায়-মনে হয় কেউ একজন আমার দিকে
অপলক তাকিয়ে আছে- আমি সেই অদৃষ্টবাদী
চোখদুটো খুঁজতে গিয়ে আলো আঁধারের গোলকধাঁধায়
আমার বিস্ফোরিত অস্তিত্বে বিষাদের স্পর্শ পাই!
চুপিচুপি কেউ একজন জানু পেতে বসে থাকে।
মোহ, নারী কিংবা কবিতার মত ঘোরের প্রহরে
অনুভবের সীমানায়, কিন্তু স্পর্শের বাইরে কোথাও!
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার সব আয়োজনে-আমি তবু
হাত বাড়িয়ে বসে থাকি, শূন্যতা স্পর্শ করি!
মূর্ছনার মত হাসির শব্দ আবার মুহূর্তেই অশ্রুর স্বাদ
কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা ছেলে
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে!
ঘোর, নেশা, কিংবা প্রলয়ের প্রহর কেটে গেলেই বলে দিব।
তোমার অদেখা ভুবনে আমাকে স্বাগতম!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫