ভাসবে প্রহর আদর মাখা দুই নয়নে
হৃদয় যেথায় একটু সুখেই খুব গোপনে
কাঁদবে বলে, বিষাদক্ষণে চোখের পাতায়
বৃষ্টি মেখে-মেঘের সাথে খুনসুটি খুব!
তপ্ত রোদে আকাশ যখন ভেঙ্গে পড়ে
হাতের মুঠোয় ইচ্ছেগুলো ফিনিক্স পাখি
উড়বে বলে, সূর্য্যপানে আগুন ধরায়
ছাই হয়ে সব-জন্ম দিবে নতুন প্রভাত!
ঝরা পাতার বিষণ্ণতায়, হাত বাড়ালেই
ছুঁয়ে দিব-স্পর্শসুখে জেগে ওঠার ভান!
এক হৃদয়ের শীতসকালে- মায়ার খেলায়
হাত বাড়ালেই যায় না ছোঁয়া-উষ্ণ আহ্বান!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮