নিমগ্ন ধ্যানে জেগে ছিলাম!
চোখ মেলে বললাম- হয়ে যাও
কিছুই হলো না-শুধু চলমান শূন্যতায়
কয়েকটি তারার খসে পড়ার শব্দ শুনলাম!
তারার সাথে কয়েকটি চাঁদ নেমে এসেছিল
বিপন্ন মানুষের নির্বাক হওয়ার মুহূর্তবিশেষে।
নেমে আসতেই নিভে গিয়েছিল পরজীবী আলো
যেমনটা প্রসারিত হতে হতে সংকোচিত হতে হতে
হৃদয় এক বিন্দুতে এসে থামিয়ে ফেলে সব কোলাহল!
সে ছিল এক আদিমতর প্রহর যখন তোমার অপেক্ষায়
আমি বসে ছিলাম অন্য কোথাও, অন্য ভুবনে
পৃথিবীর জন্ম কি হয়েছিল?কেউ কি বলেছিল হয়ে যাও?
অমাবস্যা কি নেমে এসেছিল মায়াবী জোছনার হাত ধরে?
মনে করে রাখার মত মনই ছিলনা না আমার!
দৃষ্টি আর অপলক নির্বাক চেয়ে থাকার উৎসবে!
আজো বসে আছি, ধ্যানমগ্ন খুব!
যদি বলি হয়ে যাও!হয়ে যাবে??
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮