পৃথিবীর সব আনন্দ অবাক বিস্ময়ে দেখেছিল
একটি শিশুর অপলক বিস্ময়-
আহা! সেই সময় থেকে অনেকটা পথ, একটু অদূরে
আজো বর্ষিত হয় সেই অমলিন মুহূর্তের আনন্দ উৎসব।
শ্রাবনও সেজেছিল ভাসমান মেঘেদের দেশে
টিনের চালে বৃষ্টির বিমূর্ত মূর্ছনায় চাঁদ ডুবে গেলে যাক
জোনাকি পোকার আগুনডানার স্পর্শসুখে
আজো তার কয়েকফোঁটা আনন্দঅশ্রু ঝরে-সেই সময়ের তরে
সময় হয়তো নির্লিপ্ত নিষ্ঠুর খুব!
এক চুমুকেই নিংড়ে নেয় হৃদয়ের যত সুখ!
তবু পৃথিবীর আছে যত সুখ, আনন্দ উৎসব
সব ঘিরে থাক মায়াবী হৃদয়ের সেই অতল তলে!
শুভ জন্মদিন শায়মা আপু!
আনন্দে থাকুন সবসময়
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১