কাছে, খুব কাছে, হাত বাড়ালেই ছোঁয়া যায়
শব্দ থেকে জন্ম নেওয়া অপলক সুখ!
কয়েক ফোঁটা রক্তের সাথে পাঁজরভাঙ্গা তৃষ্ণার জলে
তুমি তোমরা তোমাদের আদিম বিস্ফোরণ!
তোমাদের চোখে চোখ রাখলে, খুব চমকে ওঠা যায়
মৃত বোধের মত অন্ধ প্রলাপে, দৃষ্টিতে দৃষ্টির অসুখ!
তীরবিদ্ধ পশুর হৃদয়ের অতলে স্পর্শ ছিল, গুহামানবের তরে-
তুমি তোমরা তোমাদের একটু কাছেই আছে তোমাদের অবয়ব।
দূরে, অনেক দূরে হাত ইশারায় কে যেন ডেকে যায়
যাব বলেও আমি দৌড়ে পালাই, অসহ্য যন্ত্রণায়!
তুমি তোমরা তোমাদের ভীড়ে পাঠ করি অব্যক্ত আর্তনাদ-
হাত বাড়ালেই ছোঁয়া যাবে, ছুঁয়ে দেখ- মৃত আত্মার নির্লিপ্ত
শব্দগুলো কবিতা হয়ে ওঠেনি বলে খুব হাসছে আজ!!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২