আমার কিছু প্রহর ছিল
আলোয় রাঙ্গা, স্বপ্ন পাথর, মেঘের মত
দুমুঠো সুখ, উদাসী ভোর, বিষাদসম।
কাজল আঁকা চোখের তারায়
একটুখানি আদর ছিল, স্পর্শ ছিল সুখের মত
সাতটি তারে বেজে উঠা গোপন ব্যথা,অশ্রু ফোঁটা-
এক মায়াবী কন্যা ছিল
পাহাড়সম দুঃখ ভেলায়, সমুদ্র স্নান
রোদ জোছনায় একটুখানি চুমুর মত, স্পর্শবিহীন।
আলতা পায়ে নূপুর সাঁজে
এক হৃদয়ের প্রলয় ছিল, এই হৃদয়ের বিষাদ মাঝে
একটু সুখের পলক ফেলা ,তানপুরাটার সুরের মত.........
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩