তোর হারিয়ে যাওয়া বিকালবেলায়
রঙিন ঘুড়ির স্বপ্নে আঁকা
সুখের মত অশ্রুগুলো, স্পর্শবিহীন
ব্যথার মত হাত বুলিয়ে আদর করে।
তোর অহংকারে মাথা নত
তোরই ভালোবাসার ক্ষত!
তুই কি বুঝিস ভালোবাসার বল??
তাই নিজের সাথেই
করে গেলি নিজের মত ছল।
তোর ছিল এক সকালবেলা
সেই সকালে বসত মেলা!
গাইত পাখি, মধুর সুরে গান.....
ভেবেছিলি সবই খেলা, জিতবি বলে
ডেকে আনলি মেলা ভাঙ্গার বান।
তোর হৃদয় ভাঙ্গা ভয়ের মাঝে
হারিয়ে গেছিস ভ্রান্ত কাজে!
কি খুঁজিস আজ
ক্লান্ত চোখে, সাঁঝের বেলাতে??
হারিয়ে গেছে সব.........
মেঘের মত ভাসমান, যাদুর খেলাতে।
তোর চোখেও তৃষ্ণা আছে
তোর হৃদয়ের খুবই কাছে!
সেই হৃদয়ের ঝড়ের মাঝে
মন খুলে আজ নাঁচ!!!
খেলবি যখন, কাঁদবি কেন বল??
তুই বরং নিজের মতই বাঁচ!!!
শায়মা আপু এবং শতদ্রু একটি নদী ভাইয়ের তুই বিষয়ক কবিতা পড়ে কেমন যেন একটা সুখের মত ব্যথা কিংবা ব্যথার মত সুখের স্পর্শ পেয়েছিলাম!!!!
তাই নিজেও একটা অপপ্রয়াস চালালাম।
আমার এই তুই বিষয়ক কবিতাটি তাই শায়মা আপু এবং শতদ্রু একটি নদী ভাইকে উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭