জলকন্যার চোখ দিয়ে গড়িয়ে পড়া
আগুনফোঁটায়, ভস্মীভূত পাখির গানে
নির্বাসিত শব্দের ঢেউ, বাউলের একতারা
থেকে কয়েকটি সুর চুরি করে
উড়িয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল......
মুহূর্তের সব কোলাহল!
বনজোছনায় যা কিছু ছিল অধরা
স্বপ্নের মত, রবি ঠাকুরের মায়াবী
জগতের স্রোতের টানে ভেসে গিয়ে
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
ঝরে পড়েছিল পরিপূর্ণ বিস্ময়ে!
হৃদয়ের কাছাকাছি হৃদয়ের ঝড়ে
মায়াবী জগতের সব অপার্থিব মুখ
নত হয়ে পড়ে ছিল কি এক উৎসবে!
তোমাদের কাছে ছিল তোমাদের সুখ!
আহা!কি এক অপূর্ব সময়!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮