মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব।যার মধ্যে মনুষ্যত্ব নেই সে মানবিকতা এবং অমানবিকতার মধ্যে পার্থক্য ধরতে পারে না।৭১ এ যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছিল তারা সব মানুষরূপী অমানুষ।
হাজার বছরের সভ্যতা মিশে গেছে
একটি ভোরের প্রতিক্ষায়।
বাঁচার লড়াইয়ে ধ্বংস হয়
সব তথাকথিত বিভ্রান্ত বাস্তব।
মানুষের মনুষ্যত্ব অবিরাম খুঁজে চলে মুক্তি,
যারা মুক্তিকামী মানুষকে মধ্যযুগের
চেতনায় শৃঙ্খলিত করতে চায়
তারা সব জীবন্ত লাশের মিছিল ।
রাজাকারের ফাঁসীর দাবি করে আমরা কোন মানুষের ফাঁসির দাবি করছি না ।আমরা কিছু অমানুষের ফাঁসির দাবি করছি যারা মানুষ হিসেবে বেঁচে থাকার সব অধিকার হারিয়ে ফেলেছে।ওরা বেঁচে থাকলে মনুষ্যত্ব বারবার নির্যাতিত হবে ।
শৃঙ্খলভাঙা মুক্তিকামীর দল,
মনুষ্যত্বকে বাঁচাবে বলে
সৃষ্টিসুখের উল্লাসে ধ্বংস করছে
মানুষরূপী অমানুষের সব সমীকরণ।
আত্মিক শূন্যতায় প্রবেশ করে
চেতনার উষ্ণ আলো,সব দ্বিধা
দূর করে মানুষের হাতে মানুষের হাত,
নির্মাণ করে চলে তোমার আমার স্বপ্নকে।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯