তিন বছর দুই মাস ধরে আছি ইংল্যান্ডে। কিন্তু চরম আলসেমি করে কোথাও যাওয়া হয় না। এমনকি লন্ডনও আমি যাই নাই কখনো। পরে এই সোমবারে যেতে বাধ্য হলাম। রবিবার রাতে বাসে উঠে সকালে গেলাম লন্ডন। কাজ সেরে দুই বন্ধুর সাথে দেখা করে কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম। তারপর দুপুরের বাসে করে আবার আগের ঠিকানায় চলে আসলাম।
লন্ডন আই দেখলাম, কিন্তু হাইট ফোবিয়া মারাত্মক থাকার কারনে আর চড়া হয় নাই। দেশে শিশুপার্কের টা তে চড়েছিলাম একবার। পাশের পার্লামেন্ট ভবনটাও দূর থেকে দেখলাম। তারপর থেমস এর উপরে HMS Belfast নামের ২য় বিশ্বযুদ্ধ আমলের এক যুদ্ধ জাহাযে উঠলাম। ভালোই লাগলো জায়গাটা। তারপর দৌড়াদৌড়ি করে পাশের লন্ডন টাওয়ারের উপরে উঠে হাটাহাটি করে বাস স্টেশনে চলে আসি ফেরত আসার জন্য।
এই প্রথম টিউব এ চড়লাম। ভেবেছিলাম না জানি কি হবে! মুভিতে দেখে দেখে এই ধারনা হয়েছিলো। কিন্তু প্রথম যেটাতে উঠলাম দেখি পুরা নরমাল ট্রেন! পার্থক্য খালি এইটা মাটির নীচ দিয়ে যায়। পরে ট্রেম চেঞ্জ করে আরেকটাতে উঠলাম, ঐটার আন্ডারগ্রাউন্ড ট্রেন ভাব ছিলো। হি হি!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৮