- ভয় লাগছে বাবা ?
- না আম্মু , ভয় লাগছে না।
- ভয় পাওয়ার কিছু নেই। বৃস্টি হলে মাঝে মাঝে এমন বজ্রপাত হয়। একি ,আমার বাবাটা হাসছে কেন মিটিমিটি ?
- একটু তো হাসতে হবেই আম্মু। দেখছো না ঈশ্বর উপর থেকে আমাদের ছবি তুলছেন । ছবিতে আমাদের দেখতে যেন সুন্দর দেখায় তাই হাসছি।
ছেলের কথা শুনে হেসে উঠলো মা। কতো সহজেই সরল সমাধানে পৌঁছে যায় শিশুরা ,তাই না ?
আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন ক্রমশই সব জটিল থেকে জটিলতর হয়ে উঠে। কিন্তু এসবের সমাধান সমস্যাটির মাঝেই খুব সহজে লুকিয়ে থাকে। তাকে খুঁজে পেতে যতো দেরি। সমস্যা যতো কঠিনই হোক না কেন তাকে যখনই সহজভাবে দেখা হবে, তখনই সমাধানের পথে অনেকাংশ এগিয়ে যাওয়া যাবে।
জীবনে পজেটিভিটির গুরুত্ব অনেক। আধ গ্লাস পানির দিকে তাকিয়ে শুধু পানিটাকেই দেখুন, উপরের বাকি ফাঁকা অংশকে নয়।
নিচের তিনটি ধাপে বদলে দিন নিজেকে। আজই ,এখনই।
১। নিজেকে কখনো অবাঞ্চিত মানুষের জন্য চাপে রাখবেন না,কস্ট দেবেন না। তারা কখনোই আপনার এটেনশন ডিজার্ভ করে না।
২। কারো প্রতি অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়ার আগে সতর্ক হোন। এতে ভবিষ্যতে তার কোন ব্যবহারে কস্ট পাওয়ার হার কমে যাবে।
৩। ঝেড়ে ফেলুন সকল টেনশন । বিশ্বাস রাখুন সৃস্টিকর্তার উপর আর চেস্টা করে যান সাধ্যমতো।
Believe in your potential even if you haven't seen the results.
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩