পদ্ম পারমিতা,
কিছু অহর্নিশ অনুভূতির খেরো খাতায় এখনো
সেই আঁকিবুঁকির সমাহার।
অনুভূতির খোলা কাগজে এখনো তোমার দেয়া
সেই ম্যাজিক পেনের কালিগুলো
টুংটাং শব্দে কথা বলে, দীর্ঘ থেকে দীর্ঘতর করে তোলে
নিবিড় মুহূর্তগুলো।
পদ্ম পারমিতা,
দেয়াল বেয়ে নেমে আসা মিশকালো অন্ধকারে ধ্বনিত হয়
আহবানের কবিতা।
দরাজ কন্ঠে বারংবার হিম ধরানো শীতলতা।
ক্রমেই শীতল থেকে শীতলতর হয়।
লেপমুড়ি দেয়া সেই কবেকার চোখ মেলা, কাছে আসা, ধ্বনিত হয়,প্রতিধ্বনিত হয়।
পদ্ম পারমিতা,
ঝুল বারান্দায় ভীষন অবহেলায় পড়ে থাকা ক্যাক্টাসের
নিস্পলক স্পন্দন যেন ক্রমেই বড্ড বেশি জীবন্ত।
না চাইতেও পেয়ে যাওয়া টুকরো শিশির ঠিক যেন
তোমার নাকফুলের চমকিত উচ্ছাস, নয়তো
আটপৌরে কথামালা আর অনুভূতির সাতকাহন।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫