নিস্তব্ধ রাত, নির্ঘুম চাঁদ!
ক্লান্তিহীন দু-চোখ, তারার মেলায়
হারিয়ে যাওয়া পথে,
জোনাকির আলোয় চকচক করতে থাকা এ আঁধার!
সময়ের ঘূর্ণিপাকে ঝরতে থাকা বট বৃক্ষের
ছায়ায় মোড়ানো চুপি স্বরে ভেসে আসা
কানের কাছে ক্রমশ বলতে থাকা নিঃশব্দ সে ভালবাসার কথা!
ঘুনে ধরা মেঘেদের দল,
চিলেকোঠায় পাখিদের কিচির মিচির শব্দ,
মনে বাজে বিষাদের সুর!
শিমুল ফুলে গাথা মালা,
শুকিয়ে উঠেছে চৈত্রর মাঠ!
চৌচির হচ্ছে অবুঝ হৃদয়!
গোলাপের গন্ধ বিলুপ্ত হয়েছে,
জ্যোৎস্নার আলো নিভু নিভু প্রায়!
বিশালতার মাঝে হারিয়ে যাওয়া শ্যামলীর বুকে
মাথা পেতে শুয়ে নিল আকাশ পানে মুখ
ফিরিয়ে শুনেছি বিশালতার গান!
হরন হয়েছে এ হৃদয়!
ক্ষয়েছে সবই, বিলুপ্তের পথে আজ নিজে,
সুপ্ত গাংচিলের মতো উড়তে চাওয়া মনে
আজ কেন আমাবর্ষার আধার জমেছে!
সূর্যে কেন গ্রহন লেগেছে!
ক্ষতি কি "মেয়ে" এ রজনীতে আরেকটিবার তোমায় মনে করতে?