(এক)
পাব্লিক টয়লেট!
হাগু করলে দশ টাকা + ভ্যাট (দুই টাকা) মোট বারো টাকা।
মুতু করলে পাঁচ টাকা + ভ্যাট (দেড় টাকা) মোট সাড়ে ছয় টাকা।
এক কাজ করতে গিয়ে দুই কাজ করে ফেললে
জরিমানা আরো পাঁচ টাকা!
(দুই)
মুসলমানি দিলে ভ্যাট!
নুনু কাটলেও ভ্যাট দেওয়া লাগবে। ডাক্তারের কাছে কাটালে ভ্যাট পড়বে ডাক্তার ফি বাদে দেড়শ" টাকা।
হাজামের কাছে কাটালে ভ্যাট পড়বে দুইশো!
যেহেতু এখানে কষ্ট একটু বেশী তাই ভ্যাটও বেশী।
(নুনু কাটার টাকা নেবে ইনু)
(তিন)
জন্ম দেওয়ার উপরে ভ্যাট!
সন্তান যেভাবেই ভুমিষ্ঠ হোক না কেন ভ্যাট দেওয়া লাগবেই!
ডেলিভারী করালে ভ্যাট আসবে "দুই হাজার"
নরমালে হলে তিন হাজার!
আগেই বলেছি কষ্ট যেখানে বেশী টাকার পরিমানটা সেখানে একটু বেশীই!
(চার)
প্রেম করার উপরে ভ্যাট!
একটা তদন্ত টীম গঠন হবে। কে কোথায় গাছের নিচে, পার্কের ঝোপ ঝাড়ে, কলেজের ফাকাঁ রুম কিংবা টয়লেটে, রাস্তাঘাট, শপিং মল, রেস্টুরেন্ট
যেখানেই ধরা হবে সেখানেই ভ্যাট চার্জ!
প্রেমিক পালানোর চেষ্টা করলে দুই বছরের সশ্রম কারাদণ্ডও হতে পারে!
(পাঁচ)
বিয়ের উপরে ভ্যাট!
পাগলা পালাবি কোথায়? আগে ভ্যাট দিয়ে যা!
কোর্ট ম্যারেজের উপ্রে ভ্যাট, পাঁচ হাজার!
কাজী অফিসে গিয়ে বিয়ে করলে, তিন হাজার!
অনুষ্ঠান করে বিয়ে করলে, দশ হাজার!
(ছয়)
মৃত্যুর পরে ভ্যাট!
সবশেষে, মরার পর খড়া!
লাশ দাফন দিতে গেলে ভ্যাট আসতে পারে, পনেরো হাজার!
লাশ পোড়ানোর উপরে ভ্যাট আসতে পারে,
বিশ হাজার!
আমি আগেই বলেছি,