আইনের হাতের এই শক্তিমত্তার রূপক হিসেবে বিচারকদের লম্বা হাতার পোষাক পড়তে হয় কোন কোন দেশে।এই পোষাকের আরো বিভিন্ন রূপক অর্থ আছে।যেমন এই কাল রঙের পোষাকের অর্থ নাকী নিজের পরিচয় গোপন রাখা।আর গলার সাদা ব্যান্ডের অর্থ মিথ্যার কাল আধাঁর থেকে সত্য প্রকাশ।আমাদের দেশের প্রধান বিচারপতি যে পরচুলা পড়েন এই পরচুলা দিয়ে বোঝানো হয় বিচারক মায়ের মত।মায়ের কাছে যেমন আপনি যেমন আপনার ছোট তেমন ঠিক তেমনি এই বিচারকের কাছে বাদী বিবাদী সবাই সন্তানের মত ,সবাই সমান।
দেশে এবং বিদেশে এমন কিছু আইন আছে যেগুলো শুনতে একটু হাস্যকর এবং অদ্ভুত বলে মনে হয়।বাংলাদেশের আইনের দন্ডবিধির ৪৪৮ ধারায় আছে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করলে তার শাস্তি এক হাজার টাকা জরিমানা অথবা একবছরের কারাদন্ড দেয়ার বিধান।এক্ষেত্রে উভয় দন্ডেও হতে পারে।
১। কলোরাডতে যৌক্তিক কোন কারন না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি।প্রতারনা অথবা ছিনতাইয়ের পর্যায়েও পড়ে।মহান আদালত এ ব্যাপারে বলেছেন, বৃষ্টির পানি এভাবে ধরে রাখলে কৃষিকাজের জন্য পানি পাওয়া যাবে না।অর্থনীতিতে খারাপ প্রভাব পড়বে।
২। হংকংয়ে একটা আইন আছে যদি কারো স্ত্রী পরকীয়া করে তবে স্বামী তাকে খুন করতে পারে।তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে।তবে যে লোকের সাথে পরকীয়া করেছে তাকে অস্ত্র দিয়ে খুন করতে পারবে।
৩। আমেরিকার আরিজোয়ানাতে শিশুরা পেয়াজ খেয়ে স্কুলে যেতে পারবে না বলে আইন আছে।১৮৮০ সালে এই পেয়াজ নিষিদ্ধকরন আইন পাশ হয়।আমেরিকার আরেকটি আইন হল কেউ রসুন খেয়ে গির্জা থিয়েটার ইত্যাদিতে যেতে পারবে না।ম্যাসাটুচেসের একটা আইন কেউ গির্জায় চীনাবাদাম খেতে পারবে না।
৪। ক্যালিফোর্নিয়ার সুসানভিলে শব্দ করে সুপ খাওয়া অপরাধ।মায়ামীতে পুরুষের স্ট্র্যাপলেস গাউন পরে জনসমক্ষে যাওয়া আইনত অপরাধ।
৫। ইলিনয়িস রাজ্যে আরেকটি আইন রয়েছে শীতকালে কোনো বাচ্চা জমে থাকা তুষার দিয়ে স্নো বল বানিয়ে গাছের দিকে ছুঁড়তে পারবে না।
৬। আলাস্কায় কোনো গ্রিজলি ভালুককে মোটেও বিরক্ত করা যাবে না।
৭। মিশিগানে কঠোর আইন রয়েছে, যদি দোতলার চেয়ে উঁচু কোনো দালান তোলা হয়, তাহলে সেই দালানের প্রতিটা জানালায় একটা করে দড়ি ঝুলিয়ে রাখতে হবে।
৮। আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক।
৯। গুয়ামের আইন অনুসারে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারেনা। তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ মুক্ত করার কাজ করে। মেয়ের বাবা-মা সাধারনতঃ এই কাজের জন্য অনেক টাকা খরচ করেন।এরা কাজ শেষে সার্টিফিকেট দেয়। ভাবতেছি বাংলাদেশে একটা শাখা খুলতে হবে।
১০। লেবাননের আইন অনুসারে কোন পুরুষ লোক গৃহপালিত পশুর সাথে সহবাস করতে পারে। কিন্তু পশুটা অবশ্যই মাদী হতে হবে। মদ্দা পশুর সাথে সহবাস করার শাস্তি হলো মৃত্যুদন্ড।
১১। এথেন্সের পুলিশ কোনও গাড়ির চালকের লাইসেন্স বাতিল করে দেবার ক্ষমতা রাখে যদি ঐ চালক গোসল না করে গাড়ি চালায় অথবা চালকের বেশভূষা না ঠিক থাকে।
১২। মস্কোতে আবহাওয়াবিদরা ভুল তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান আছে।এটা বাংলাদেশে হলে বিটিভির আবহাওয়াবিদদের খবর হয়ে যেত।
১৩। ইংল্যাণ্ডে পার্লামেন্টে মৃত্যুবরন করা বেআইনি।
১৪। ফ্রান্সে শুকরের নাম নেপোলিয়ন রাখা আইনত দন্ডনীয় অপরাধ।
১৫। ইংল্যান্ডে একজন গর্ভবতী মহিলা যেকোন জায়গায়মুত্র বিসর্জন করতে পারেন।এমনকি তিনি চাইলে কোন ট্রাফিক পুলিশে হেলমেটে মুত্র বিসর্জন করতে পারেন।এটা তার বিবেচনা। বাংলাদেশের ট্রাফিক পুলিশ বহুত শান্তিতে আছে।
১৬। সিঙ্গাপুরে চুইং গাম অবৈধ।
১৭। ইন্ডিয়ানাতে রবিবারে গাড়ি বিক্রি করা আইনত দন্ডনীয়।
১৮। জাপানে কোন মেয়েকে ছেলে ডেটিং য়ে যেতে বললে মেয়েটি আইন অনুসারে না করতে পারবে না। লুল ভাইয়েরা দলে দলে জাপানের ভিসার জন্য এপ্লাই করেন।
১৯। জাপানে কারো বড় ভাই তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ছোট ভাইকে সম্মানীত করতে চাইলে আইন অনুসারে গার্লফ্রেন্ড অসম্মতি জানাতে পারবে না।
২০। জাপানে শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিংযে মেয়েদের ব্রা না পড়া আইনত দন্ডনীয়। নারী স্বাধীনতায় হস্তক্ষেপ, প্রতিবাদ চাই।
২১। ১৬০৪ সালে ইংল্যান্ডের রাজা কিং জেমস witch craft act নামে একটা আইন প্রনয়ন করেন।এই আইনে যারা কালোশক্তি মানে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করবে তাদের মৃত্যুদন্ড দেয়ার বিধান রাখা হয়।সাধারনত যারা কৃষ্ণশক্তি বা এই ব্ল্যাকম্যাজিক ব্যবহার করত তাদের বলা হত ডাইনি।ডাইনিদের পুড়িয়ে মারা হত,যদিও বিধান ছিল ফাসিতে ঝুলিয়ে মারা।এই আইনের আয়তায় প্রায় ৭০ হাজার মানুষকে মারা হয়।ফ্রান্সের সেই বিখ্যাত জোয়ান অব আর্ক কে এই আইনের অধীনেই পুড়িয়ে মারা হয়েছিল।তিনি ফ্রান্সকে ইংল্যান্ডের শাষন থেকে মুক্ত করতে চেয়েছিলেন।১৯৫১ সালে ব্রিটিশ পার্লামেন্ট এই আইন বাতিল করে দেয়।
২২। প্রাচীন ভারতে সনাতন ধর্মে এক আইন ছিল সতীদাহ প্রথা।এই প্রথায় স্বামীর মৃত্যুর পর স্ত্রীদের সহমরনে যেতে বাধ্য করা হত।কোন ধনী লোকের মৃত্যুর সম্পত্তি অধিকার করার লোভে তার আত্মীয়রা তার সদ্যবিধবা স্ত্রীকে ধরে বেঁধে, ঢাক-ঢোলের শব্দ দ্বারা তার কান্নার আওয়াজকে চাপা দিয়ে তার স্বামীর সাথে চিতায় শুইয়ে পুড়িয়ে মারতো।পরবর্তীতে ১৮২৯ সালে ৪ ডিসেম্বর রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের ফলে উইলিয়াম বেন্টিংক এই প্রথা বেঙল প্রেসিডেন্সিতে বাতিল করেন। (স্যালুট টু রামমোহন রায়, যদি এইটা রাষ্ট্রীয়ভাবে রহিত ধর্মীয়ভাবে এখনও ঘোষণা দেয়া হয়নি)
২৩। Barber, North Carolina তে একটি আইন আছে তা হল কুকুর বিড়াল ঝগড়া করতে পারবে না।তাদের নিয়ম হল কুকুর ঝগড়া করবে কুকুরের সাথে,বিড়াল বিড়ালের সাথে।এজন্যই কুত্তা বিলাইয়ের ঝগড়া নিষিদ্ধ।
২৪। Cleveland, Ohio তে ইদুর ধরতে লাইসেন্স এর দরকার হয়।লাইসেন্স বিহীন ইদুর ধরা বে আইনী।
২৫। Chicago, Illinois এ কুকুর কে হুইস্কি দেয়া নিষিদ্ধ।
২৬। Little Rock, Arkansas এ রাত ৬ টার পর কুকুরের ডাকা নিষিদ্ধ।এ আইন টি কুকুর সম্প্রদায়ের জন্য।
২৭। New York এ ট্রাম অথবা ট্রলি কার থেকে খরগোশ শিকার নিষিদ্ধ।
২৮। In Colorado, ঘুমন্ত মহিলাকে চুমু খাওয়া বে আইনি। চুপি চুপি চুমো খাওয়া যাবে না।
২৯। In Michigan কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া মাথার চুল বিক্রি করতে পারবে না।চুল স্বামীর সম্পত্তি হিশেবে গন্য!
৩০। Galesburg, Illinois এ বেসবল ব্যাট দিয়ে ইদুর মারা বে আইনি।
৩১। Fairbank আরেকটা আইন ইদুরের জন্য।এ আইনে তাদের বলা হয়েছে শহরের রাস্তায় সেক্স করা তাদের জন্য নিষিদ্ধ।রাস্তা চলার জন্য, এটা কি এসব করার জায়গা? বোকা ইদুরেরা আইন করার আগে নিশ্চয়ই রাস্তা ঘাটে.........।
৩২। Ohio তে কোনো পুরুষের পোস্টারের সামনে দাঁড়িয়ে পোশাক খোলা মহিলাদের জন্য নিষিদ্ধ।
৩৩। Newyork এ ছাদ থেকে লাফানোর শাস্তি মৃত্যুদন্ড।
৩৪। Florida তে নিজের সন্তান বিক্রি করা বে আইনি।
৩৫। Arkansas এ মাসে একবার বউ পেটানো যাবে।এটাই আইন।কিন্তু দুই বার পিটালেই সমস্যা!!
৩৬। Nevada তে কোন ব্যাক্তি যদি বউ পেটানো তে ধরা খায় তাহলে আইন অনুসারে তাকে আট ঘন্টা বেধে রাখা হবে।তার বুকের মধ্যে একটা পোস্টার সেটে দেয়া হবে, “ওয়াইফ বিটার বা বাংলায় বিশিষ্ট বউ মারা বিশেষজ্ঞ।
৩৭। Thailand এ ত্রিশ বছরের বেশী বয়েসী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি হিশেবে গন্য হবে।এটাই আইন।
৩৮। Vermont এ কোন মহিলাকে নকল দাত লাগাতে স্বামীর অনুমতি লাগে।
৩৯। Wisconsin এর আইন অনুযায়ী যে কেউ তার ঘর(গৃহ, বসত বাটি) কে বিবাহ করতে পারবে।
৪০। Wisconsin এ মেয়দের চুল কাটা নিষিদ্ধ।
৪১। Samoa তে নিজের বউয়ের জন্মদিন ভূলে যাওয়া বে আইনি।
৪২। Mohave county, Arizona তে কেউ সাবান চুরি তে ধরা পড়লে তার শাস্তি হল ঐ সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষন না সাবান পুরো শেষ হয়।
৪৩। Venice এ ১১৭৩ সালের পর থেকে মরা ও বে আইনি।মানে সেখানে মৃত্যুবরন করাটাও বে আইনি কাজ।মানুষ শান্তিতে মরবে তার ও কোন উপায় নাই।
৪৪। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আইনে কুমারী মেয়েদের সাথে সহবাস নিষিদ্ধ। এমনকি বিয়ের পর বাসর রাতেও স্বামী তার কুমারী বধুর সাথে সহবাস করতে পারবে না। তবে কুমারী মেয়ে কিভাবে তার কুমারীত্ব বিসর্জন দিবে এ বিষয়ে কোনো আইনী ব্যাখ্যা দেয়া হয় নাই যেমনটি দেয়া হয়েছে গুয়ামের কুমারী মেয়েদের বেলায়।
৪৫। বাহরাইনের আইনে স্ত্রীরোগ বিষরদগণ স্ত্রীলোকদের যৌনাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে। কিন্তু উত্তেজনার বশত কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সে জন্য আইন প্রণেতাগণ ডাক্তাদের সরাসরি যৌনাঙ্গ দেখা নিষিদ্ধ করে দিয়ে সে ক্ষেত্রে আয়না ব্যবহার করে প্রতিবিম্বের মাধ্যমে রুগীর যৌনাঙ্গ দেখা ও পরীক্ষা করার অনুমতি দেয়।
৪৬। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বৈদুতিক বাতি জ্বালিয়ে সহবাস করা আইনত দন্ডনীয়।
৪৭। যুক্তরাষ্ট্রের উতাহ রাজ্যে এম্বুলেন্স এর ভিতর মেয়েদের যৌন সম্ভোগ করা নিষিদ্ধ। যদি কোনো মেয়ে এ কাজ করতে গিয়ে ধরা পড়ে বা প্রমানিত হয় তাহলে আইনবলে সেই মেয়ের ছবিসহ সকল কুকীর্তি স্হানীয় পত্রিকায়
প্রকাশিত হয় পক্ষান্তরে পুরুষের বেলায় হচ্ছে "সাত খুন মাফ"।
৪৮। হংকং এ কামজ বিষয়ে ধর্মীয় বিধি-নিষেধ নাই । তবে কোনো স্ত্রী যদি মনে করে তার স্বামী তাকে প্রতারিত করেছে বা সে যদি প্রমান পায় তার স্বামী একজন ব্যভিচারী তখন সে কেবল তার নিজ হস্তে স্বামীকে খুন করতে পারবে পক্ষান্তরে একই অপরাধ যদি স্ত্রী করে থাকে তাহলে যে কোনো উপায়ে স্বামী তাকে খুন করতে পারবে।
৪৯। বলিভিয়ার সান্তা ক্রুজ এর আইনে একই সময়ে মেয়ে এবং তার মায়ের সাথে পুরুষের যৌন সম্ভোগ অবৈধ করা হয়েছে ।
৫০। ইন্দোনেশিয়ায় হস্তমৈথুন করা একটি বিশাল অপরাধ এবং এই অপরাধ করার জন্য শাস্তি মৃত্যুদন্ড ।
৫১। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মাছের সাথে পুরুষের যৌন সম্পর্ক করা অবৈধ। তাইলে মেয়েদের ক্ষেত্রে কি বৈধ?
এরমধ্যে কিছু আইন রহিত হয়ে গেছে।
(সুত্রঃ সামুসহ একাধিক ব্লগ থেকে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০৫