কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে আমার দেয়া বক্তৃতার পর অনেকেই প্রশ্ন করে যে একটি খামার থেকে আসা ছেলে কিভাবে এতো বড় কূটনীতিক হলো।
আপনারা হয়তো যেমনটি আশা করেছেন, এই প্রশ্নের উত্তর আবারো নারীর ক্ষমতার প্রতিফলন ঘটায়।
এক্ষেত্রে, নারীটি ছিলেন মিস অ্যালব্রেস্ট। আমি যে এককক্ষবিশিষ্ট প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করতাম তিনি ছিলেন সেই বিদ্যালয়ের শিক্ষিকা। বিদ্যালয়টি আসলেই এককক্ষবিশিষ্ট ছিলো। বিদ্যালয়টিতে মোট নয়টি ক্লাশ ছিল-কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত-১২জন ছাত্র ছিলো। আমার মনে আছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র হয়েও আমি এবং আমরা ডেস্কে বসেই মিস অ্যালব্রেস্টের অষ্টম শ্রেণীর ভূগোল ক্লাশের কথাগুলো শুনতাম। তিনি তখন বিশ্বের আশ্চর্য বিষয়গুলো বিশ্লেষণ করতেন। মিস অ্যালব্রেস্টের কল্পনাশক্তি ছিলো অত্যন্ত রোমাঞ্চকর যদিও তিনি তার নিজ জেলার বাইরে কখনোই ভ্রমণ করেননি। তার দেয়া সিল্ক রুটের বিশ্লেষণ আমার বিশেষভাবে মনে আছে। তিনি যখন দক্ষিণ ও মধ্য এশিয়ার ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তার পথ অতিক্রম করা বণিকদের কথা বলতেন তখন আমি আমার নিজের কাজ ভুলে গিয়ে কল্পনা করতাম যে আমিও একদিন সেই প্রাচীন বণিকদের পথ ধরে এই সিল্ক রুট পাড়ি দিবো।
মিস অ্যালব্রেস্ট একটি বীজ বপন করেন, বীজটি ছিলো কৌতূহলের, দৃঢ়তার এবং সেই বীজ শিকড় ধরে বেড়ে ওঠা শুরু করে এবং বিভিন্ন কর্মকাণ্ড ও চড়াই উতরাই পার হয়ে আমি পররাষ্ট্র দফতরে নিয়োজিত হই। দক্ষিণ এশিয়ার একটি দেশে কূটনীতিক হিসেবে নিয়োজিত থাকাকালীন আমি একদল ছেলে স্কাউটদের হুনজা নদীতে রাফটিংয়ে নিয়ে যাই। হুনজা নদীটি উত্তর পাকিস্তানের পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলে গেছে। আমরা জানতাম যে প্রাচীন সেই সিল্ক রুটটি এই নদীর সমান্তরালেই অবস্থিত এবং এক জায়গায় সেই পথটি নদী থেকে প্রায় এক হাজার ফুট উঁচু। আমরা আমাদের আরোহণ যন্ত্রপাতির সাহায্যে সেই উঁচু পথ আরোহণের চেষ্টা করি তবে বাতাসের প্রবাহ অত্যন্ত গতিশীল হওয়ায় সেই চেষ্টা বাদ দেয়া হয়। আমরা যখন আমাদের র্যাফটগুলোর দিকে ফিরে যাচ্ছিলাম তখন আমি হঠাৎ করে ঘাড় ঘোরাতেই মাত্র প্রায় ৩০ মিটার দূরে একটি পানির প্রবাহের কারণে উৎপন্ন গর্ত লক্ষ্য করি। আমি সেই পথের দিকে এগিয়ে যাই এবং পথে পড়ে থাকা আলগা পাথরগুড়ির ওপর দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি যতবারই আমার এগিয়ে যাওয়ার পথে একটি বড় পাথরে তৈরি বাধার মুখোমুখি হই ততবারই আমি খেয়াল করি যে সেখানে পানি প্রবাহের কারণে একটি গর্ত হয়ে আছে। সেই গর্তগুলো দিয়ে যত্রতত্রভাবে এগিয়ে গিয়ে আমি আমার স্বপ্নের সেই সিল্ক রুটে পৌঁছে যাই। আমি সেই স্কাউট দলের দিকে হাত নেড়ে তাদেরও একই পথ অনুসরণ করতে বলি এবং কিছুক্ষণ পরেই আমরা সবাই সেই সিল্ক রুটের ওপর দাঁড়িয়ে ছিলাম। স্কাউটরা আমার পিছনে লাইন করে দাঁড়ায় এবং আমি নিঃশব্দে চোখে শত অশ্রু নিয়ে সেই সিল্ক রুটের কিছু অংশ ধরে হেঁটে যাই। সত্যিই, মিস অ্যালব্রেস্ট যে বীজটি বপন করেছিলেন সেটা চমৎকার এক ফল ধরতে সমর্থ হয়েছিলো।
আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি অসংখ্য মিস অ্যালব্রেস্টদের দেখতে পাচ্ছি। আপনারাও শিক্ষিকা,আপনারাও নতুন সংকল্পের,নতুন দৃষ্টিভঙ্গির,নতুন পরিকল্পনার বীজ বপন করতে পারেন যেগুলো আপনাদের নিজ নিজ দেশে এক নতুন বাস্তবতায় রূপ নিতে পারে। একই নতুন বাস্তবতা যেখানে নারীরা দেশের উন্নয়নে পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণ করতে পারবে।
একটি খামার থেকে সিল্ক রুট পর্যন্ত আমার যাত্রাটা যেমন দীর্ঘ ও অনিশ্চয়তায় পরিপূর্ণ ছিলো তেমনি রাজনৈতিক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ও অংশীদারিত্ব প্রণয়নের আপনাদের যাত্রাটাও দীর্ঘ ও অনিশ্চয়তায় পরিপূর্ণ হবে। আপনাদের কেউ কেউ হয়তো সংস্কৃতি থেকে উদ্ভুত কিংবা ঐতিহ্য থেকে উদ্ভুত বাধার মুখোমুখি হবেন। কেউ কেউ এমন রাজনৈতিক গোঁড়া শক্তির মুখোমুখি হবেন যেগুলো নারীদের জন্য জায়গা করে দিতে নারাজ।
এই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে আগত নারী নেতৃবৃন্দের সঙ্গে গত কয়েকদিনের আলোচনা থেকে আপনারা জেনেছেন যে নারীদের প্রতি উন্মুক্ত শাসনব্যবস্থা স্থাপনের সংগ্রামে আপনারা একা নন। আপনারা নিজ দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পরস্পরের মধ্যে নিজ নিজ পরিকল্পনা, অভিজ্ঞতা, শ্রেষ্টত্বচর্চা ও আকাঙ্খার বিনিময় করেছেন। নারীদের কল্যাণ উন্নয়নের সংগ্রামে আপনাদেরও মিত্র রয়েছে সেটা আপনারা এখন আরো ভালো উপলব্ধি করতে পেরেছেন। সুশীল সমাজের কিছু নির্দিষ্ট অংশ ও গণমাধ্যম এক্ষেত্রে আপনাদের অংশীদার হতে পারে; সহকর্মী সাংসদরা ও সরকারের বিভিন্ন অংশসমূহ আপনাদের সহযোগিতা করতে আগ্রহী হবে।
আপনারা একা নন। গত কয়েক দিনে আপনারা যে বন্ধন,নেটওয়ার্ক ও বন্ধুত্ব গড়ে তুলেছেন তা আপনাদের অভিজ্ঞতা বিনিময় ও একে অপরের কাছ থেকে শিক্ষা গ্রহণের অব্যাহত সুযোগ প্রদান করবে। এখন আপনারা নারী সংসদ সদস্যদের নেটওয়ার্ক ধারণ করেন যা নারীদের রাজনৈতিক নেতৃত্ব ও সুশাসন প্রসারে অঙ্গীকারাবদ্ধ । আমি বিশ্বাস করি এই নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ হবে কেননা আপনারা রাজনৈতিক অঙ্গনে কার্যকর পরিবর্তনে আপনানাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যেখানে আপনারা কাজ করেন।
এছাড়া, আজ এখানে যে কমিটি যাত্রা করল তা এই নেটওয়ার্ককে টেকসই করতে সহায়তা করবে। এই কমিটিতে আপনাদের ভবিষ্যৎ পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া সমন্বয়ের সহায়তা করতেই নকশা করা হয়েছে; কেননা আপনারা কান্ট্রি এ্যাকশন প্ল্যান এগিয়ে নেয়ার প্রচেষ্টায় একটি সুনির্দিষ্ট অবস্থানে নিয়ে এসেছেন;যেগুলো আপনাদের প্রধান অগ্রাধিকারগুলোরকে এগিয়ে নিতে আপনারাই সৃষ্টি করেছেন।
কমিটির উপযোগ আপনাদের উপর নির্ভর করছে। আমি আশা করি আপনারা এই কমিটিকে একটি সম্পদ হিসেবে ব্যবহার করবেন।
আজ এখান থেকে চলে যাওয়ার পূর্বে আমি কিছু সময় নিতে চাই এক নতুন বৈশ্বিক উদ্যোগের বিষয়ে বর্ণনা করার জন্য যার লক্ষ্য হচ্ছে নারী ও বালিকাদের জন্য সুযোগ সুবিধা সম্প্রসারণ করা। এই উদ্যোগ নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও অর্থনৈতিক মতায়নের প্রতিবন্ধকতাসমূহ ভেঙ্গে দেয়ার মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নিয়ে যাবে- যাকে বলা হয় সমতার ভবিষ্যৎ অংশীদারিত্ব। আগামী দিনে দাতা সদস্যদের একটি ছোট গোষ্ঠীর সমন্বয়ে এই সমতার ভবিষ্যৎ অংশীদারিত্ব বিশ্বের সবচেয়ে বড় সংগঠনের সাধারণ অধিবেশনে দাপ্তরিকভাবে চালু হবে।
আজ সমতার ভবিষ্যৎ অংশীদারিত্বের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আপনাদের স্বাগত জানিয়ে আমি অত্যন্ত খুশি। আমি সকল বালিকা ও বালকের উজ্জল এবং সমান ভবিষ্যৎ নিশ্চিত করতে নেতৃত্ব প্রদানের জন্য আপনাদের প্রশংসা করি।
সমতার ভবিষ্যৎ অংশীদারিত্ব হচ্ছে উন্মুক্ত এবং সমবেত নেটওয়ার্ক যা লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ সকল দেশ থেকে আগত অংশগ্রহণকারীকে স্বাগত জানায়। আমরা এই সম্মেলনে দেখেছি যে এক উন্নত ভবিষ্যতের জন্য সহযোগিতা করার ইচ্ছাই হচ্ছে সার্বজনীন।
আমি আশা করি আপনারা এই সম্মেলন উপভোগ করেছেন এবং এই সম্মেলনটিকে পুরস্কার এবং চিন্তার উদ্রেক হিসেবে পেয়েছেন।
সবশেষে আমি এই সম্মেলনে গঠিত নেটওয়ার্ক ও বন্ধুত্বে খুশী যা আপনাদের জাতীয় সুশাসনে নারীর জন্য একটি শক্তিশালী ভূমিকা প্রসারে প্রয়োজনীয় উপাদান ও সম্পদ প্রদান করবে। আমি বিশ্বাস করি যে বিগত দিনের চেয়ে আজ এ অঞ্চলের নারী ও শিশুদের সম্ভাবনা উজ্জল। আর উন্নত আগামী বিনির্মাণে দৃঢ়সংকল্পের জন্য আপনাদের ধন্যবাদ।
আপনারা সাধারণ সমাজেরও অধিক কিছু বিনির্মাণে গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিয়েছেন বিধায় আপনাদের সকলের মঙ্গল কামনা করছি।
(এটি একজন ভিনদেশী কূটনীতিকের একটি অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ। কিছু কিছু জায়গায় কিঞ্চিৎ পরিবর্তিত। সঙ্গত কারণে নাম ধাম প্রকাশ করা হল না)