আসল কথাটাই আগে বলি বর্তমানে শুধু বাংলাদেশেই কতগুলো সাইট ওয়ার্ডপ্রেস ইঞ্জিনের উপর চলছে তার কোন সঠিক হিসেব নেই।
যত্রতত্র সাইট বানালেই সাইট উপকারী ভুমিকা পালন করেত পারে না।প্রয়োজন সঠিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানা।
আমরা বিডিওয়েবল্যাব পরিবার সর্বদা চেষ্টা করি আপনাদের কে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপিং করতে সহায়তা করতে।
১। Don’t Block the Search Engines !
অনেকই দেখা যায় প্রাইবেসি তে গিয়ে সার্চ ইঞ্জিন ব্লক করে দেয়,মূল কথা হল অনেকই এটি না জেনেই করে থাকে।
কিন্তু কোন ভাবেই এটি ব্লক করা যাবে না। যদি সাইট আপনার পার্সোনাল হয় তবে সেটি অন্যকথা।
যদি আগেই এই ভূলটি করে থাকেন তবে এডমিন প্যানেল থেকে go to Options > Privacy and make sure it’s set to “I would like my blog to be visible to everyone.”
এটি চালু তরে দেন
২। Are Comments Enabled ?
...... বাকিটুকু পড়ুন
http://bdweblab.com/tune/1132