বয়ে যাওয়া অর্ধ শতক
--------------------------------------রমিত আজাদ
নদী তুমি আমার সময় বয়ে যাওয়া অর্ধ শতক,
নদী তুমি আমার জীবন বেয়ে যাওয়া পাঁচটি দশক।
নদী তুমি দু'কূল জুড়ে শুয়ে থাকা ঘাসের জমিন,
নদী তুমি মেঘ আকাশে চেয়ে থাকা বুকের গহীন!
নদী তুমি ঢেউ জাগানো অথৈ এক বারির আধার,
নদী তুমি জমতে থাকা বেদনার পলির পাথার।
নদী তুমি বাদল ধারার ভরসার বুক পাতা মন,
নদী তুমি তরীর শোভার ভাসমান বর্ণালী বন।
নদী তুমি উজাল দিনে জ্বলে ওঠা সুখ পারাবার,
নদী তুমি নিবিড় রাতে আঁধারের দুখ হাহাকার।
নদী তুমি চলার পথে জেগে ওঠা চরের আশা,
নদী তুমি ফুঁসলে রোষে ভাঙনের লাখ নিরাশা।
নদী তুমি স্রোতের মায়ায় বয়ে যাওয়া রৌদ্র জরিন,
নদী তুমি গতির ধারায় ভেসে যাওয়া সোনার হরিণ।
নদী তুমি চলার বাঁকে বাসনার কাশফুল কূল,
নদী তুমি সাগর পানে ছুটে যাওয়া একরাশ ভুল!
-----------------------------------------------------------------
রচনাতারিখ: ১৪ই আগস্ট, ২০২০ সাল
রচনাসময়: রাত ০২টা ৪৫ মিনিট
Fiftieth Birthday
---------------------------- Ramit Azad
(ছবি আকাশজাল থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:৫৯