হলেনা বধূ
--------------------- রমিত আজাদ
গৃহেতে এলেনা মোর ধরণীর তুমি,
দিলেনা বাহুতে ধরা, ললাটেরে চুমি!
বধু সেজে থাকিলে না সখীকুল সাথে,
দিলেনা সুযোগ মোরে পালকী সাজাতে!
যেমনই সেদিন ছিলে গগনের শশী,
তেমনই রয়ে গেলে সুদূর রূপসী।
যেমনই আড়ালে মেঘ তারকা উষসী ,
তেমনই রইলে ঢাকা গুণ্ঠনে পিয়াসী।
গুণ্ঠন খুলে আর হলোনা তো দেখা,
মধুচাঁদ দর্শন হলোনা যে শেখা।
মধুরাত, ফুলসাজ জুটিলো না ভালে,
মণিহার ঝলকানী ছিলো না কপালে!
কাঁদে নাই সাহনাই, তব প্রেয়সীর ঘরে,
খুশিতে বাজে নি বাঁশি পতির আগারে।
না হলো চরণে তার ধবল দুগ্ধ ঢালা,
বরণে দ্বারের ধারে গৃহ-দীপ জ্বালা!
অঙ্গুঠি বিনিময় রয়ে গেলো স্বপ্ন,
কপালের কসুরে বয়ে গেলো লগ্ন!
বিবাহের রঙে আর রাঙিল না মন,
এ জনমে নাহি হলো গৃহিণী বরণ!
---------------------------------------------
রচনাতারিখ: ২৫শে জুন, ২০২০ সাল
সময়: রাত ০১টা ৫৪ মিনিট
Could Not Make You My Bride
---------------------------- Ramit Azad
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২০ রাত ২:১৩