তোমার সাজা খোপা থেকে, আমায় কিছু গোলাপ দিও
------------------------------------------------- রমিত আজাদ
অমন রাঙা গোলাপ খোপায়, রাঙা পরীর মেঘলা কেশে,
হাতেও ধরা গোলাপ কুঁড়ি, গোলাপ রঙা বোশেখ বেশে!
দৃশ্যপটেও গোলাপ বাগান! কি কাজ তোমার ঐ বাগানে?
আঁখির পাতা স্বল্প নত, কি কথা কথা কও গোলাপ সনে?
গোলাপী তোমার বসন ঘিরে মৌমাছিরা বাধন হারা?
কোনটা গোলাপ কোনটা তুমি, এই ভেবে যে দিশেহারা!
ওদের মত আমিও তো দিশেহারা হয়েই আছি,
পাপড়ি রাঙা রূপের ছটায় উদ্বেলিত প্রণয় যাচি!
আমায় তুমি কি দিতে চাও? প্রণয়, নাকি শুধুই গোলাপ?
যেটাই দেবে দিয়েই ফেলো, নয়তো আমি বকবো প্রলাপ!
একের ভিতর দুই যদি দাও, বিনিময়ে সবই নিও,
তোমার সাজা খোপা থেকে, আমায় কিছু গোলাপ দিও
--------------------------------------------------------------------
রচনাতারিখ: ২০শে জুন, ২০২০
সময়: রাত ১২টা ২৫ মিনিট
Give Me Some Roses
------------------------- Ramit Azad
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২০ রাত ১২:৩৩