বাদলা দিনের ভুল
---------------------- রমিত আজাদ
বৃষ্টি ও বাদল দিনে কোন সে কদম ফুল?
কার মনে কে উড়াল দিয়ে, করলো কেমন ভুল!
ভুলের সেতো নাই ঠিকানা, নাই সে পথের শেষ,
এক ভুলেতেই জন্ম হলো শত ভুলের বেশ!
বৃষ্টি তুমি অঝোর ধারায় ঝরলে ভুলের সাথে,
সেই ধারাতেই অবগাহন, ভিজলো নয়নপাতে!
আঁখির কোনে শিশির কণা, ঝিলিমিলি জ্বলে,
বহ্নিশিখায় বিজলী জ্বলে, সলিল স্রোতের ভুলে!
বাদলা তুমি কেমন বলো, মন ছুঁয়ে দাও ছলে!
ছলাৎ ছলাৎ সেই ছলনা ফুটলো শতদলে।
হোক না সে ভুল হোক ছলনা, সর্বনাশা ঢলে;
ভুলের ফুলে শতদলে দোল লাগে আজ জলে!
---------------------------------------------------------
রচনাতারিখ: ১৭ই জুন, ২০২০
সময়: বিকাল ০৩টা ৪৭ মিনিট
Rainy Day Mistake
------------------------- Ramit Azad
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:০৬