খোঁপায় দিলাম গুজে
--------------- রমিত আজাদ
আমি আমার গল্প লিখি, কাব্য লিখি কূয়াশায়!
ধুম্র আভা বৃষ্টিবিলাস কুহেলিকার হৃৎ ভাষায়।
কাটছে বেলা, অভ্রভেলা বইছে বায়ে স্নিগ্ধতায়,
উঠছে ফুটে ছবির পটে তুলির টানে হৃদ্যতায়!
ফাল্গুনী ফুল রঙ ছড়িয়ে প্রহেলিকায় বৈকালী,
মন মাতানো ফুলের শোভা খুশবু ছড়ায় চৈতালী।
রৌদ্রবিলাস রাশি রাশি বাজায় বাঁশি মন-রাখালী,
প্রেম-ভিখারির হিয়ায় জাগে কুমুদীনীর বৈশালী।
ঝুমকোলতায় অঞ্জলী তার, সোহাগ ঢালে নির্ঝরী,
তারায় তারায় জোনাক জ্বালায় পূর্ণতিথির শর্বরী।
দুঃখবিলাস আজকে ভোল, অশ্রু রুখো ভুল বুঝে,
নিজ হাতে ফোটানো ফুল তব খোঁপায় দেব গুজে।
------------------------------------------------------------
রচনাতারিখ: ০৮ই মার্চ, ২০২০ সাল (বিশ্ব নারী দিবস)
সময়: দুপুর ১২টা ৩১ মিনিট
(ছবি আকাশজাল থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৫