অনেক সময় কম্পিউটারে সেট আপ দেয়ার সময় পুরাতন উইন্ডোজ ফাইল ভালভাবে ফরমেট না করেই সেট আপ দেয়া হয়।
ফলে সেট-আপের পর কম্পিউটার প্রতিবার খোলার সময় দু বা তিনটি বুট অপশন দেখায়। এখানে উল্লেখ্য কেবল একটাই কাজ করে। অন্যগুলো পুরাতন সেটআপের ফাইল যা নতুন সেটআপের সময় ডিলিট করা হয়নি।
যাই হোক এরকম বিরক্তির হাত থেকে বাচতে যারা windows 7 ব্যবহার করেন তাদের জন্যই বিশেষ এ পোস্ট। তবে যারা অন্য উইন্ডোজ ব্যবহার করেন তারাও চেষ্টা করে দেখতে পারেন।
পদ্ধতি:
১. স্টার্ট মেনু হতে, অল প্রোগাম >একসেসরিজ > কমান্ড প্রম্প এ যান
২. কমান্ড প্রম্প ওপেন করুন " ওপেন এস এডমিনিস্ট্রেটর" দিয়ে (মাউসের ডান ক্লিক দিয়ে)
৩. কমান্ড প্রম্প এ লিখুন- bcdedit এবং এন্টার কী প্রেস করুন।
৪. নিচের চিত্রের মত দেখাবে:
৫. এবার লিখুন- bcdedit /delete {ntldr} /f এবং এন্টার কী প্রেস করুন।
৬. দেখবেন নিচের মত চিত্র দেখাচ্ছে: (না হলে বুঝবেন স্পেস ভুল দিয়েছেন)
৭. এবার শুধু কম্পিউটার রির্স্টাট দিন দেখুন সরাসরি কম্পিউটার ডেস্কটপ আসছে!
ভাল লাগলে জানাবেন কিন্তু।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১২ রাত ২:১৭