১. একই উচ্চতা হতে ভারী বা হাল্কা বস্তু একসাথে ছেড়ে দিলে তা একই সাথে মাটিতে স্পর্শ করে কেন?
২. সবচেয়ে বড় কচ্ছপের নাম কি?
৩. "কোন একটা কাজ কোন কারণ ছাড়াই করে যাওয়" মনোরোগে এ অসুখকে কি বলে?
৪. স্বাভাবিক ভাবে ফল পাকার জন্য দায়ী কোন হরমোন?
৫. আলোর গতিবেগ বর্তমানে কত ধরা হয়?
৬. NOSE ও nose এর মধ্যে পার্থক্য কি?
৭. বোবা পাখি বলা হয় কাকে?
৮. কোন স্ত্রী-প্রজাতী প্রাণী মিলনের পর পুরুষকে খেয়ে ফেলে?
উত্তর:
১. মাধ্যাকর্ষণ টানের কারণে
২. লেদার ব্যাক টার্টল
৩. অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার বা ও.ডি.সি
৪. ইথিলিন
৫. ডেনিশ জ্যোর্তিবিদ রোমার ১৬৭৬ সালে বলে ছিলেন আলোর গতিবেগ প্রতি সেকেন্ড এ ১,৪০,০০০ মাইল । বর্তমানে গবেষনায় আলোর গতিবেগ পাওয়া যায় প্রতি সেকেন্ড এ ১,৮৬,২৮২ মাইল
৬. nose মানে হল নাক কিন্তু NOSE (নিউট্রিনিক্স অলফ্যাক্টরি সেনসিং ইকুইপমেন্ট) হল কৃত্রিম নাক।
৭. সারসকে
৮. "ব্লাক উইডো" নামক মাকড়সা