১. কোন মৌল তার নাম উচ্চারনের আগেই আয়ুক্ষয় হয়ে যায়?
২. নদীর পানির স্রোত মাঝখানে বেশী থাকলেও কিনারা দিয়ে কম হয় কেন?
৩. পেট্রোল গাড়ির ইঞ্জিনে ডিজেল ব্যবহার করা যায়না কেন?
৪. কিছু কিছু ক্ষত দাগ রেখে যায় কেন?
৫. মোবাইলে কত মেগাহার্জ শব্দ কম্পাঙ্ক ব্যবহৃত হয়?
....................
.............................
....................................
..........................................
................................................
..........................................................
...................................................................
উত্তর:
১. নিলস বোরিয়াম (আনবিক সংখ্যা-১০৭)
২. ঘর্ষনের কারনে।
৩. ইঞ্জিন ভিন্নতা ও ভিন্ন ভিন্ন তাপমাত্রায় জ্বলার কারণে।
৪. চামড়ার ডারমিস স্তরের গভীরের কোলাজেন স্তর নষ্ট হওয়ার ফলে।
৫. বার্তা প্রেরণের জন্য: ৮৯০-৯১৫ মেগাহার্জ এবং বার্তা গ্রহণের জন্য ৯৩৫-৯৬০ মেগাহার্জ
[বি:দ্র: এটা আমার বিজ্ঞান বিষয়ক প্রথম পোস্ট। পছন্দ হলে আরও দিব]