সচারত আমি টিভির কোন প্রোগ্রাম দেখিনা......।।
আজ কি মনে করে যেন টিভি টা অন করলাম আর
সম্পূর্ণ একটা নাটক দেখলাম (মালায়শিয়ান নাটক)
খুব ভাল লাগলো...। এর মাঝে একটা কথা খুব ভাল লাগছে...।
তাই লিখলাম, একটু কষ্ট করে পরুন আশা করি উপকার হবে......
বাবা তার ছেলে একটা উধারন দিলো ঠিক এই রকম,,,,,,,,,,,,,,,
ধর তুমি একটা অফিসে চাকরি কর...। সারা খন বসে বসে কাজ করতে হয়।
এতে কি হবে তোমার ভুরি বেরে যাবে।। পেটে নানা ধরনের সমস্যা হবে।
সেই সময় যদি তোমার প্রাক্রেতিক ডাক আসে (টয়লেটের চাপ) তাহলে
তুমি কি করবে??? অবশ্যই অফিসের টয়লেটের দিকে যাবে।
আর সেখানে দেখলে টয়লেট গুলা পরি পূর্ণ এবং আর কিছু লোক লাইনে
দারিয়ে আছে তখন তুমি করবে???
অবশ্যই বাড়ির দিকে রওনা দিবে।। যদি এমন হয় যে রাস্তায় জ্যামে পড়ে যাও
তখন কি করবে??? অবশ্যই তখন মনে মনে ভাববে এইতো আর একটু পরেই বাড়িতে চলে আসবে।।
বাড়ি আসলে তুমি তোমার কাজ সারলে এখন শান্তি......
ত এতখন তোমার লক্ষ্য কি ছিল???
এই খানে শিখার মত এইটুকুই আছে,,,,,,,
জীবনে যাই কর না কেন নিজের লক্ষ্য ঠিক রাখ...।
জয় তোমার হবেই।। তুমি তোমার লক্ষ্যে প'উছাতে পারবে......