89 মুভি রিভিউ।। সাইকো থ্রিলার।।
মুভিটিতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন শাশ্বত চট্রোপাধ্যায়, রাইমা সেন,সাতাফ ফিগর,বরুণ চন্দ, বিপ্লব দাশগুপ্ত,কৌশিক ঘোষ, কৌশিক মুখার্জি। পরিচালনায় আছেন মনোজ মিশিগান।
মুভিটা নিয়ে কিছু বলাটা আসলে কঠিন ব্যাপার। বললেই স্পয়লার পোষ্ট হয়ে যাবে। তবে আমার মনে হয় রিভিউ পড়ে যদি মুভিটা দেখার জন্য আগ্রহই না তৈরী হয় তাহলে আর কিসের রিভিউ হলো....
89... একটি সংখ্যা । একটি নিউমেরিক নাম্বার। সব্যসাচী পাল একজন সিরিয়াল কিলার। ১২ বছরে ৮৯ টা খুন । সিরিয়াল কিলার রা বেশিরভাগ সময়ই একটা প্যাটান অনুসরণ করে খুন করে। কিন্তু সব্যসাচী পালের প্রতিটা খুনের প্যাটার্ন ভিন্ন। শুধু তার একটাই ট্রেডমার্ক খুনের পর কপালে তার কত নাম্বার খুন তার সংখ্যা খোদাই করে লিখে যাওয়া....
90.... একটা ইউনিটারি পার্ফেক্ট নাম্বার। যেমন, 90 ডিগ্রীকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। সব্যসাচী পাল তার ৯০ নম্বর শিকারের অপেক্ষায়....
( টেনশন নিয়েন না স্পয়লারের কিছু হয় নাই। ধরে নেন এটা যাস্ট ট্রেইলার। কাহিনী তো অনেক গভীরে)
আমার কাছে খুব ভালো লেগেছে মুভিটা। দেখতে পারেন মুভিটা।
আমার রেটিং : ৭.৫
লিংক : https://www.youtube.com/watch?v=H-3aYto031s
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ রাত ১০:৪৭