তুমি চাইতেই পারো নির্বাসন
চাইতেই পারো শুন্য আকাশ ,
বলতেই পারো এভাবে কাছাকাছি থাকার
কোন মানে নেই ,
বলতেই পারো চলে যেতেই হবে ,
... দরজা খুলে পা বাড়ালেই কি যাওয়া যায় ?
আমি তো তোমাকে যেতে দিতে পারি না ।
নিজেকে নিজে বোঝাপড়ার অধিকার
শাশ্বত ও স্বীকৃত প্রাপ্য ,
জানো কি ?
নদী যেখানে সাগরে মেশে
তাকে না নদী না সাগর
শুধু মোহনাই বলে ,
যে কোন একপাশে মৃত্যু এসেই
বিলিন করে দিতে পারে রাজসিক উদ্যান ,
আমি তো তোমাকে বিলিন হতে দিতে পারি না ।
কিছু কথা বলা যায়
কিছু তার থেকে যায়
কিছু কিছু তো বুঝে নিতে হয় ,
যে তপ্ত বেলায় ছিল বারমাসি চৈত্রসংক্রান্তি,
তাতে জল ঢেলেছ
আগাছা নিংড়ে বুনেছ ফসলের মাঠ
সবুজে হলুদে যেখানে মিলিমিসে একাকার
চাইছ তাকে পাশ কাটিয়ে চলে যাবে
নিশিত দুরান্তে , , ,
এখানে আজ ফসল তোলার উৎসব
তোমায় কি তা ছেড়ে যেতে দিতে পারি ?
তুমি রবীন্দ্র শোন ,
নজরুলে তোমার শাওন রাত
ঘন থেকে ঘনতর হয় ,
ভৈরবী তালে ছন্দ রেখে
এই প্রথম একটি গানে সুর তুলেছি ,
আমার স্বরলিপি পেছনে ফেলে চলে যাবে ?আমি কি তোমাকে যেতে দিতে পারি ?
আমি তো তোমাকে যেতে দিতে পারি না ।