বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ অভিযোগ করে বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে তালিকা তৈরি করে নিরাপত্তা হেফাজতে মানুষ হত্যা করা হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, এই সরকার বিচার বহির্ভূত কোনো হত্যাকান্ডে জড়িত থাকবে না এবং কখনও থাকেনি। বিস্তারিত ১৩ মে এই ঘোষণা দেয়ার পর ২৪ ঘন্টা যেতে না যেতেই র্যাবের ক্রসফায়ারে তিনটি হত্যাকান্ডের ঘটনা ঘটল।
আজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিখেছে, রাজধানীর সবুজবাগ থানা এলাকায় শুক্রবার ভোরে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই 'সন্ত্রাসী' নিহত হয়েছে বলে র্যাব দাবি করেছে। অন্যদিকে বরিশাল নগরীর দপদপিয়া ফেরি ঘাট এলাকায় শুক্রবার ভোরে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জালাল আকন (৩৬) নামে যুবলীগের এক বহিষ্কৃত নেতা নিহত হয়েছেন।
এখন প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী যে বলেছেন, “এই সরকার বিচার বহির্ভূত কোনো হত্যাকান্ডে জড়িত থাকবে না এবং কখনও থাকেনি” এই দাবিটি কতটুকু সত্য ? শুধু কি তাই, এই সরকারের আমলে নিরাপত্তা হেফাজতে অন্তত ২০ জন বিডিআর জওয়ান নিহত হয়েছে। তাহলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি কি মিথ্যা নয় ? সরকার কি র্যাবের ক্রসফায়ার কিংবা নিরাপত্তা হেফাজতে নিহতদের ব্যাপারে দোষীদের শাস্তি দেবে ? নাকি তাদের সময়ে কেউ মারা গেলে কোন অন্যায় হবে না ?