যুদ্ধাপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম, বর্তমান আমীর মাওলানা মতিউর রহমান নিজামী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এ সম্পর্কে সাংবাদিক গোলাম সারোয়ার বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। সেই বিচারের আগে অনেকেই আবেগতাড়িত হয়ে বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে। সরকারকে এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে।
সুপ্রীমকোর্টের এডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, এই মামলাটি একটি সিভিল মামলা। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে অভিযোগ, তাতে সিভিল মামলা হতে পারে না। তিনি বলেন, মামলার বাদীরা কি কারণে বা কাদের প্ররোচণায় এ ধরণের মামলা করলো সে বিষয়ে তাদের ব্যাখ্যা দেয়া উচিত।
দিকে মামলাটি প্রত্যাহার করে নেয়ার কারণে আইনমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বাদীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক যে আইন রয়েছে তাতে একমাত্র রাষ্ট্রই এ মামলা করতে পারে। তিনি বলেন, তাদের এ মামলার কারণে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিলো তা দূর হয়ে যাবে।
সুত্র ও মূল প্রতিবেদনের জন্য এখানে যান
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩