ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র বলেছে, সোয়াইন ফ্লু মহামারি আকারে ছড়িয়ে পড়লে তাতে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠি আক্রান্ত হতে পারে।
স্টকহোমে ইউরোপীয় স্বাস্থ্য কেন্দ্রের এনফ্লুয়েঞ্জা কর্মসূচীর প্রধান এ্যাঙ্গোস নিকোল বলেছেন, ১৯১৮ সালের স্প্যানিশ এনফ্লুয়েঞ্জা, ১৯৫৭ সালের এশিয়ো এনফ্লুয়েঞ্জা এবং ১৯৬৭ সালের হং কং এনফ্লুয়েঞ্জায় বিশ্বের প্রায় ২৫ থেকে ৩০ ভাগ মানুষ আক্রান্ত হয়েছিলো। Click This Link
এদিকে বিশ্বব্যাপী সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক অব্যাহত রয়েছে এবং মেক্সিকোতে ৩৮১ জন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ টি অঙ্গরাজ্যে ১৪৩ জন এ রোগে আক্রান্ত হয়েছেন বলে ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত কানাডাতে ৫১ জন, বৃটেনে ও স্পেনে ১৩ জন কোরে মোট ২৬ জন, জার্মানীতে ৫ জন, নিউজিল্যান্ডে ৪ জন, ইসরাইল, কোস্টারিকা ও ফ্রান্সে ২ জন কোরে মোট ৬ জন এবং অস্ট্রিয়া, ডেনমার্ক, হংকং, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডে ১ জন কোরে মোট ৬ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৯ রাত ৮:১১