অস্থির সময় কাটছে
আমার হৃদপিন্ডের স্পন্দন,
আর তোমার ভেলকিবাজির উপঢৌকন;
কি করি, কোথায় রাখি
অসীমেও জায়গা কমে যায়!
লক্ষ্যবহীন জীবনে লক্ষ্য নির্ধারনের তাগাদা।
অথচ গন্তব্য গুলো ক্রমশই হচ্ছে অচেনা।
তোমার রেখে যাওয়া মগ এ ঠোটের ছোয়া,
আর বাতাসে জানলার পর্দা উড়ে যাওয়া,
সব মিলিয়ে যাচ্ছে।
ছোঁড়া হবার আগেই বুড়ো হলাম!
রাগ হলেই মুখ ব্যজার,
আনন্দ পেলে মৌনিক হাসি
অথবা
ঝিমানো বাস্তবতা!
২০/১২/২০১১
লেখক
এইচ এম রেজাউর রহমান রাজিত
ওরফে
রাজিত রহমান,
কাঁঠাল বাগিচা, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।