বিষণ্ণ চাঁদের স্বার্থপর পূর্ণতা ভুলে
ক্লান্ত উত্সবে যারা হেসেছিলো
বারবার,বারবার,
বাস্তবতম ভ্রান্তিবিলাসে-
তাদের অশ্লীল স্বেদ গন্ধ
আর নির্বোধ হলাহলে
ক্লান্ত হয়েছিলো অবারিত লকলকে ক্ষেত,
হিমেল হাওর, মাঠ,
নির্লিপ্ত পৌষের সমস্ত উপেক্ষিত রাত।
স্বপ্নহীন উন্মুখ জনতার মাঝে
এমনই সঘন শীতল রাতের পর
চিত্রার্পিত অবিশেষ জোড়ামুখ
হাতে নিয়ে উদ্ভিজ বাঁধনের ভার
নিরুপায় প্রাকৃত শব্দে ও শ্লোকে
দস্যুহৃত হতবাক পথিকের মত
ভুলেছিলো চন্দ্রগ্রস্ত স্বপ্নের অধিকার।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৫