আজ এই ঘরের শূণ্যতায়,আসবাবে,
গৃহজ লোকেদের স্তব্ধতায়,শোকে,
সমবেত দূরাগত প্রাণীদের বুকে
থম ধরে আছে নিশ্চল বিষণ্ণতা।
আজ থেকে কাল,পরশু-তরশু
এবং বহু অনাগত দিন জুড়ে
স্মৃতির সাগরে উঠবে উথাল ঢেউ,
ফুঁসবে তীব্র নিস্ফল আক্রোশ
রত্ন ঝিনুক হারিয়ে ফেলার ক্ষোভে।
স্তূপীকৃত স্মৃতি ঝাপসা হয়েই যাবে
উদ্দাম দিন মিশবে প্রাত্যহিকতায়,
ক্ষত শুকোতেও কত দিন আর লাগে!
সব সাইক্লোনই থেমে যায় দ্রুততায় ।
এই ঘরে,তবু আজ এই ঘরে
সর্বগ্রাসী ভ্রান্তি নিশ্চিত ভর করে।
সহোদরগণ নির্ভুল দেখে ঘরের চার দেয়াল-
ছোটো হয়ে আসে,ভরে যায় ঘন অন্ধকারে,
বহুদিন আগে ঠিক যেমন ছিলো
মৃতার জঠরে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৮