বাতাসে নেই সাগরের মসৃণ আর্দ্রতা,
উত্তর থেকে মেঘ নিয়ে আসে অস্বস্তির ঢল,
আকাশ জুড়ে শ্যাওলা শ্যাওলা কালচে সবুজ শোক।
পৃথিবী ভীষণ বর্ণিল শুধু রংগুলো মিলছে না।
তুমিও কি কোনো অস্বস্তি টের পাও?
স্বপ্নের মাঝে তীক্ষ্ণ বিকট হাসি?
আমার এখানে কালো কুয়াশার ভীড়,
আলেয়ার পিছে অসহায় ঘুরে মরি।
জমাট বাধা অন্ধকারের ভেতর
অতল থেকে অতলান্তে ডুবে
নূহের প্লাবন দেখেছো কি তুমিও?
শুনেছো কি ইস্রাফিলের শিঙা?
পৃথিবী ভীষণ বর্ণিল শুধু রংগুলো মিলছে না।
তোমার চাঁদে মোহময় ফ্লুরোসেণ্ট,
তোমার নদীতে শান্তি এবং ছইতোলা কলকল,
তোমার কাছে অবলাল লাগে আমার অন্ধকার,
তোমার পৃথিবী বর্ণিল তাই রংগুলো মিলছে না।
আমি এখানে অগণন শব দেখি -
নদীতে অথবা উঠোনে এবং জলে অথবা ডাঙায়।
রিলিফের সব পরিহাস শেষ হলে, হয়তো আসছে শীতে -
কোনো এক রোদ্দুরে ডাঙায়, দালির আকাশের নিচে,
তোমার আমার রঙগুলো মিলে যাবে।