নিজের হাতে বোনা স্বপ্নগুলোকে আজ খুঁজে ফিরি,
নিয়তির কাছে পরাজিত, তারা আজ ফেরার,
কাগজের মাঝে সীমাবদ্ধ হয়েছি আমি।
আজ বইয়ের মাঝেই আমার স্বপ্নগুলোকে খুঁজতে হয়,
অথচ স্বপ্নগুলো খোঁজার কথা ছিল বৃষ্টির মাঝে,
বইয়ের মলিন পাতাগুলোর মত,
গোধূলির রঙও আজ মলিন মনে হয়,
খাতার হারানো উজ্জলতার চেয়েও।
জোছনার উজ্জলতা কম মনে হয়,
আজ আমার চারদিকে সব মলিন স্বপ্ন।
সব কেড়ে নিয়েছে আমার নতুন
ইঞ্জিনিয়ারিং জীবন।
আজ আমিও চাই স্বপ্নগুলোর মতো ফেরার হতে-
যদি ভাগ্যে থাকে,
হয়ত খুঁজে পাবো আমার স্বপ্ন গুলো।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ রাত ১:৫৭