ভালোবাসা মানে যুদ্ধে গিয়ে
মাঝপথে হারা, সুখ ছেড়ে জীবনে
দুঃখ বয়ে আনা। ভালোবাসা মানে
দুঃস্বপ্ন আঁধারেতে মেশা , নষ্ট
ভেলায় যাত্রা করে ডুবে যাওয়ার
নেশা।ভালোবাসা মানে
অস্থিরতায় পথ চলার শেষ , ধ্বংস করে
সবকিছু সুখের রাখেনা লেশ।
ভালোবাসা মানে পাগলামী নতুন
করে শুরু, কাছে টেনে হেরে দেয় ঐ
ব্যর্থ গুরু। ভালোবাসা মানে বেদনা
,রোদ- মরুর খড়া, ইচ্ছে করে গলাতে
পরাজয়ের মালা পড়া। ভালোবাসা
মানে আটকানো ,দেয়ালে পিঠ
ঠেকা, নতুন করে নতুন কিছু পরখ করে
দেখা। হায়রে, ভালোবাসার তবে
ধরাতে ক্যানো ছড়াছড়ি? জাত
বিভেদ বয়স ভুলে তারেই ধরাধরি।
ভাবিয়া করিও কাজ ,করিয়া
ভাবিওনা গুণী এই বাণী এড়িয়ে
গিয়ে ফাঁসে ঝুলিও না।