ইবনে আব্বাস (রাঃ)হতে বর্ণিত, আবূ সুফিয়ান ইবনে হরব তাঁর কাছে বর্ণনা করেছেন, রোমান সম্রাট হেরাকল তাঁকে ঐ সময় ডেকে পাঠান, যখন তিনি কোরাইশ ব্যবসায়ীদের দলপতি হিসেবে ব্যবসার উদ্দেশে শামদেশে গিয়েছিলেন । এ ঘটনা তখন সংঘটিত হয়েছিলো, যখন রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে হোদায়বিয়ার সন্ধির পর কিছু সময় অতিবাহিত হয়েছিলো । সুতরাং তারা যে সময় হেরাকলের সম্মুখে উপস্থিত ছিলেন, সে সময় হেরাকল 'ইলিয়া' বর্তমানে (বায়তুল মাকদাসে) উপস্থিত ছিলেন । তিনি তাদেরকে ডেকে পাঠান এবং দোভাষীকে ও ডাকান । অতঃপর বাদশাহ তাদেরকে অর্থাৎ, আবূ সুফিয়ান এবং তাঁর দলের লোকদেরকে লক্ষ্য করে বল, আরব দেশের ঐ ব্যক্তি- যিনি বর্তমানে নবুওয়াতের দাবী করছেন, আপনাদের মধো কেউ তাঁর ঘনিষ্ঠ আত্মীয় আছেন কি ? আবূ সুফিয়ান বললেন, 'হ্যাঁ, আমি তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ।" তখন হেরাকল তাঁর সভাসদকে বললেন : তাঁকে এবং তাঁর সাথীদেরকে আমার নিকট নিয়ে আসুন । অতঃপর আবূ সুফিয়ানের সাথিদেরকে তাঁর পেছনে বসার ব্যবস্থা করে দেয়া হল । তার পর সম্রাট তাঁর দোভাষীকে নির্দেশ দিলেন, আপনি তাদের কে বলুন, আমি আবূ সুফিয়ানের নবুওয়াতের দাবীদার ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করবো, যদি তিনি সে সম্পর্কে মিথ্যা কিছু বলেন, সংগীরা যেন তার মিথ্যাটুকে আমাকে ধরিয়ে দেন । আতঃপর আবূ সুফিয়ান ( মুসলমান অবষ্থায়) বলেনআল্লাহর শপথ! সংগীগন কর্তৃক মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার লজ্জা আমাকে বাধা প্রধান না করলে আমি রোম সম্রাটের নিকট তখন মুহাম্মদ (সঃ)- এর বিরোদ্ধে অবশ্যই মিথ্যা বলতাম ।
রোম সম্রাট হেরাকল ও আবূ সুফিয়ানের মধ্যকার কথোপকথন
আবূ সুফুয়ান বলেন, সর্ব প্রথম তিনি আমাকে যে প্রশ্ন করেন তা হল ঃ হেরাকলঃ আপনাদের মধো ঐ লোকটির জন্ম কিরুপ বংশে ? আবূ সুফিয়ান ঃ আমি বললাম , তিনি আমাদের মধো উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহন করেছেন । হেরাকলঃ আপনাদের মধো তাঁর পূর্বে অন্য কেউ এরূপ নবুওয়াতের দাবী করেছেন কি না ? আবূ সুফিয়ানঃ আমি বললাম , না ( ইতিপূর্বে আর কেউ নবুওয়াতের দাবী করেনি ) হেরাকলঃ তাঁর পূর্বপুরুষদের মধো কেউ রাজা-বাদশাহ ছিলেন কি না ? আবূ সুফিয়ানঃ আমি বললাম, না । হেরাকল তাঁর অনুসারীদের মধো ধনাঢ্য ব্যক্তিগন বেশি না গরীব জনসাধারণ? আবূ সুফিয়ানঃ আমি বললাম:গরীব জনসাধারণ ঃ তাদের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? আবূ সুফিয়ানঃ আমি বললাম, সংখ্যা দিন দিন বাড়ছে। হেরাকলঃ কেউ তাঁর ধর্মে দীক্ষিত হওয়ার পর এ ধর্মের দোষত্রুটি দেখে পরিত্যাগ করে কিনা ? আবু সুফিয়ান ঃ আমি বললাম , না । তবে সম্পতি আমরা তাঁর সাথে একটি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি । জানি না তিনি এ ব্যাপারে কি করেন । আবু সুফিয়ান বলেন, এ প্রসংগে তাঁর বিরুদ্ধে এর বেশি বলার সাহস আমার ছিলো না । হেরাকলঃ আপনারা কি তাঁর সাথে কোন যুদ্ধ করেছেন ? আবূ সুফিয়ান আমি বললাম , হ্যাঁ । হেরাকলঃ তাঁর সাথে আপনাদের যুদ্ধের ফলাফল কি হয়েছে ? আবূ সুফিয়ানঃ আমি বললাম যুদ্ধের ফলাফল ঘূর্ণায়মান, কখনো তিনি বিজয় হয়েছেন আবার কখনো আমরা বিজয়ী হয়েছি । হেরাকল তিনি আপনাদেরকে কি কি কাজের আদেশ করে থাকেন ? আবূ সুফিয়ানঃ আমি বললাম, তিনি আমাদের আদেশ করেন এক আল্লাহর কর ,
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭