somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফগানিস্তান ও শতাব্দির ইতিহাসঃ পর্ব ২

২৯ শে মে, ২০২২ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আফগানিস্তান ও শতাব্দির ইতিহাসঃ পর্ব ১

১৯২৯ সালে হাবিবুল্লাহ কালাকানিকে হত্যা করে কিং আমানুল্লাহ এর চাচাত ভাই মোহাম্মাদ নাদির শাহ ক্ষমতা দখল করে কিংডম অফ আফগানিস্তান আবার শুরু করেন এবং নিজেকে কিং ঘোষনা করেন। কিং নাদির শাহ ও তার পূর্বসুরী কিং আমানুল্লাহ এর সংস্কারের পথে হাটেন তবে একটু ধীরে। তিনি বুঝতে পারছিলেন জনগন এত তারাতারি এত পরিবর্তন হজম করতে পারছে না। কিন্তু নাদির শাহ এর শেষ রক্ষা হল না। ১৯৩৩ সালে হাজারা সম্প্রদায়ের ১৫ বছর বয়সের এক বালক আব্দুল খালিকের দ্বারা নাদির শাহ হত্যার শিকার হন। ওই বালক ছিল কিং আমানুল্লাহ এর সমর্থক।

এর পর ১৯৩৩ সালে নাদির শাহ এর ১৯ বছর বয়সি ছেলে মোহাম্মাদ জহির শাহ সিঙ্ঘাসনে আরোহন করেন। ১৯৩৩ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর জহির শাহ আফগানিস্তান শাসন করেন। এ সময় কিং আমানুল্লাহর আফগানী ঐতিহ্যের বিপক্ষের নেয়া সংস্কার কার্যক্রম তিনি বাতিল করেন। এই সময়টা আফগানিস্তান বেশ ভাল একটা সময় পার করে এবং দেশে অবকাঠামো ও শিল্পের ব্যপক প্রশার লাভ করে। ২য় বিশ্ব যুদ্ধ ও স্নায়ু যুদ্ধের সময় আফগানিস্তান নিরপেক্ষ অবস্থান গ্রহন করে এবং দুই পক্ষ থেকেই প্রচুর সাহায্য পায়। স্নায়ু যুদ্ধের সময় রাশিয়া যে সব দেশকে সবচেয়ে বেশি সহায়তা দেয় আফগানিস্তান তার মধ্যে সবচেয়ে এগিয়ে।
এ সময়টাতে আফগানিস্তান মোটামুটি স্থিতিশীল থাকলেও সরকারের নিয়ন্ত্রন ছিল মূলত শহরাঞ্চলে। পাহাড়ী ও দূরের উপজাতীয় এলাকাগুলি জিরগা পদ্ধতির মাধ্যমে নির্বাচিত স্থানিয় উপজাতীয় সর্দারদের দ্বারা নিয়ন্ত্রিত হত। প্রভাবশালী ব্যক্তিরাই মূলত এ পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়ে আসত। শত শত বছর ধরে আফগানিস্থানে এ প্রথাই চলে আসছে।

১৯৪৬ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জহির শাহ এর চাচা শাহ মাহমুদ খান। ১৯৫৩ সালে তার স্থলাভিষিক্ত হন জহির শাহ এর এক চাচাত ভাই মোহাম্মাদ দাউদ খান। তিনি ১৯৫৩ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দাউদ খান বৃহত্তর পশতু অধ্যুষিত দেশের স্বপ্ন দেখতেন যার একটা বড় অংশ পাকিস্তানের ভূমি। যা পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্কে উত্তেজনা তৈরি করে। একই সাথে তিমি সামাজিক সংষ্কারের দিকে ঝুকছিলেন এবং সোভিয়েত রাশিয়ার সাথে নিবিড় সম্পর্ক গড়েতে চেয়েছিলেন।

১৯৬৪ সালে আবার সংবিধান সংসোধন করা হয় এবং প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষমতা জনগনের হাতে তুলে দেয়া হয়। সংবিধানের এ সংশোধনে পুরুষদের পাশাপাশি নারীদের ও ভোটাধিকার নিশ্চিত করা হয়। এর ফলে রাজ পরিবারের বাইরে প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যায়। এ সময়ে আফগানিস্তানে দুটি রাজনৈতিক ধারা সৃষ্টি হয়। একটি কমিউনিস্ট অন্যটি ইসলামিষ্ট। ধারনা করা হয় কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থেকেই এই দুটি ধারার উদ্ভব।

১৯৭৩ সালে কিং জহির শাহ ইতালি সফরে গেলে তার চাচাত ভাই সাবেক প্রধানমন্ত্রী দাউদ খান সেনাবাহীনির সহযোগিতায় রক্তপাতহীন এক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন এবং নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষনা দেন। ফলে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে এবং জন্ম হয় রিপাব্লিক ওফ আফগানিস্তান এর।

এ সময়ে সারা বিশ্বই দুইটি ভাগে বিভক্ত। আফগানিস্তানের এক সীমান্তে সোভিয়েত ইউনিয়ন ও অন্য সীমান্তে আমেরিকার বন্ধু পাকিস্তান ও ইরান। আফগানিস্তান এই দুই শক্তির মাঝে একটা জোট নিরপেক্ষ দেশ। এমন একটি গুরুত্বপূর্ন সময়ে এমন কৌষলপূর্ন ভৌগোলিক অবস্থানে থেকে দাউদ খান জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করেন। কিন্তু গুরুত্বপূর্ন ভৌগলিক অবস্থান ও মূল্যবান খনিজ সম্পদের প্রাচুর্যের কারনে দুই পক্ষই এখানে প্রভাব বিস্তার করতে মরিয়া ছিল।

এ সময়ে আফগানিস্তানে কমিউনিষ্ট পন্থিরা বেশ শক্তিশালী হয়ে ওঠে এবং দাউদ খান তার ক্ষমতা ধরে রাখতে কমিউনিষ্ট নেতাদের হত্যা করতে শুরু করে। তার এ স্বৈরাচারী আচরনের কারনে ১৯৭৮ সালে সেনা অভ্যুথানে স্বপরিবারে নিহত হন এবং আফগানিস্তানে রাজ পরিবারের শ্বাসনের অবসান হয় (এখানে বাংলাদেশের ইতিহাসের সাথে মিল পাওয়া যায়, ঘটনাও সমসাময়িক)। এ সময়ের ঘটনাপ্রবাহ সাউর বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবের মাধমে আফগানিস্তানের ক্ষমতায় আসেন পিডিপিএ (পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান) এর কমিউনিষ্ট নেতা নূর মোহাম্মাদ তারাকি।

এসময়ে আফগানিস্তান রাজা আমানুল্লাহ খান এর আমলের মত বড় একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে শুরু করে। নূর মোহাম্মাদ তারাকি লিঙ্গ বৈষম্য দূরিকরন, নারী শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের মত প্রশংসনীয় কাজ করলেও সমস্যা শুরু হয় ধর্ম নিয়ে। তখন কমিউনিষ্ট নীতীতে ধর্ম একটি অপ্রয়োজনীয় অপ্রাসংগিক বিষয় হিসেবে মনে করা হত এবং নুর মোহাম্মাদ এই ধর্মহীনতার আদর্শ প্রচার করতে শুরু করেন। যা আফগানিস্তানের ধর্মপ্রান মানুষকে ক্ষেপিয়ে তোলে। আফগান সরকারের এমন কঠোর কমিউনিষ্ট আদর্শের প্রচার কমিউনিষ্ট ও ইসলামিষ্ট মতাদর্শীদের (৬০ এর দশকে ২ টি ধারার উদ্ভব) দূরত্ব আরো বৃদ্ধি করে। ফলে শুরু হয় দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ। এ সময়ে আবার দেশের নাম পরিবর্তন করে রাখা হয় ডেমক্রেটিক রিপাব্লিক অফ আফগানিস্তান। পতাকাও কমিউনিষ্ট লাল রঙ দ্বারা পরিবর্তিত হয়। সরকারের এসব কঠোর সিদ্ধান্ত, জন অসন্তোস ও গৃহযুদ্ধের ফলে কমিউনিষ্ট পার্টির মধ্যেও ভাঙ্গন ধরে। ফলে মাত্র ১ বছরের মধ্যেই ১৯৭৯ সালের সেপ্টেম্বরে নূর মোহাম্মাদ তারাকিকে হত্যার মাধ্যমে ক্ষমতায় আসেন আর এক কমিউনিষ্ট নেতা হাফিযুল্লাহ আমিন।

হাফিযুল্লাহ আমিন ক্ষমতা গ্রহনের পর নূর মোহাম্মাদ তারাকির ধর্ম বিরোধী নীতিগুলি পরিবর্তন করেন এবং ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে দেন। তারপরেও ইসলামিষ্ট ও কমিউনিষ্ট পন্থীদের দূরত্ব কমেনি বরং গৃহযুদ্ধ চলতেই থাকে। ফলে হাফিযুল্লাহ আমিন এর ক্ষমতাও নড়বড়ে থেকে যায়। ইসলামিষ্টরা যাতে ক্ষমতা দখল করতে না পারে সেজন্য ১৯৭৯ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সৈন্য প্রেরন করে এবং হাফিযুল্লাহ আমিন কে হত্যা করে। ফলে আফগানিস্তানে আবার সরকার পরিবর্তিত হয়। নতুন সরকার প্রধান নিযুক্ত হন বাবরাক কারমল। এদিকে ইসলামিষ্টরা প্রতিরোধ অব্যাহত রাখে ফলে বাবরাক কারমল এর অধীনে আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে সোভিয়েত ইউনিয়ন বিপুল সেনা মোতায়েন করে।

সোভিয়েত বাহিনীর মোকাবেলায় আমেরিকা ও পাকিস্তানের সহায়তায় ইসলামিষ্টরা গঠন করে মোজাহিদ বাহিনী। এবং শুরু হয় ১০ বছর মেয়াদী সোভিয়েত ইউনিয়ন ও মোজাহিদিন লড়াই।

চলবে……
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২২ দুপুর ১২:০১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পেও যেনো থাকে সামাজিক দ্বায়-বদ্ধতা.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৮

বহু বছর আগে লিও তলস্তয়ের একটি প্রতীকী ছোটগল্প পড়েছিলাম। সারমর্মের জন্য যে গল্প চিরস্মরণীয় হয়ে থাকার যোগ্য। নিজের ভাষায় গল্পটি তুলে ধরার চেষ্টা।
গল্পটি এ'রকমঃ-

এক বাড়িতে মনিব তাঁর গৃহ ভৃত্য সহ... ...বাকিটুকু পড়ুন

হাফ-লেডিস বলছি.......

লিখেছেন জটিল ভাই, ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৮


(ছবি নেট হতে)

আজ ব্লগ না থাকলে কবেই আত্মহত্যা করতে হতো। জ্বী আমার কথাই বলছি। আমার মতো উপযোগহীণ গর্দভ টক্সিক ব্যক্তি বেঁচে আছি শুধু ব্লগের জন্যে। কিভাবে? তবে বলছি শুনুন।

ছোটবেলা হতেই... ...বাকিটুকু পড়ুন

=ভুলে যাচ্ছি কত কিছু=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪২



ভুলে যাচ্ছি মমতার ঋণ, বাবার আদর
ক্রন্দনরত দিন, বৃষ্টির ঝুম আওয়াজ
ভুলে যাচ্ছি কত কিছু দিন দিন
বিছানো ছিল কোথায় যেন স্নেহের চাদর।

ভুলে যাচ্ছি দেহের শক্তি, সরল মন
কঠিনের মাঝে ডুবে ধীরে
ভুলে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। জাপানের সমুদ্রের গর্ভে লক্ষ কোটির বিরল গুপ্তধন!

লিখেছেন শাহ আজিজ, ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৫





জাপানের সমুদ্রে হদিস মিলল গুপ্তধনের। জাপানের বিজ্ঞানীরা এমন কিছু মূল্যবান খনিজের ভান্ডার আবিষ্কার করেছেন যা জাপানের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

রেমিট্যান্স যোদ্ধা!

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৬


সদ্যই আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপরিবারে হোয়াইট হাউসে উঠেছেন। নির্বাচনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরসহ অন্যান্য সবাইকে এক প্রীতিভোজের আমন্ত্রণ জানিয়েছেন। নিরাপত্তা রক্ষীরা যাচাই-বাছাই করে সেসব অতিথিদের ভেতরে ঢুকতে... ...বাকিটুকু পড়ুন

×