আমার একজন বান্ধরী ছিল যার সাথে খুবই ঘনিষ্ঠভাবে আমি বড় হয়েছি । একদিন আমরা যখন সুইমিংপুলের পাশে বসেছিলাম তখন সে এক অঞ্জলী পানি নিয়ে আমার সামনে ধরলো এবং বললো " তুমি কি দেখতে পাচ্ছো এই পানি কত সতর্কতার সাথে আমার হাতে রেখেছি? আর এটাই হলো প্রতীকি ভালোবাসা" ।
এটা ছিল কিভাবে আমি এই ঘটনাটি দেখছি : যতদিন আপনি আপনার হাতকে এই ভাবে রাখবেন ততদিন পানি আপনার হাতের অঞ্জলীর মধ্যে থাকবে । যেই আপনি হাতটি খুলতে যাবেন তখনই হাতের মধ্যে ফাটলের সৃষ্টি হবে এবং পানি নীচের দিকে গড়িয়ে পড়তে থাকবে ।
মানুষ প্রথমে প্রেমের জন্য আকুতি তারপর দাবী তারও পরে আরো কিছু আশা করে, আর এইটাই সবচেয়ে বড় ভূল করে মানুষ যখন প্রেমে পড়ে । প্রেমকে হাত থেকে পানি ঝড়ে পড়ার সাথে তুলনা করা যেতে পারে আর এই ঝড়ে পড়া থেকে একমাত্র ভালবাসাই রক্ষা করতে পারে ।
ভালোবাসা মানে মুক্ত, কেউ এর স্বভাব পরিবর্তন করতে পারে না। তাই আপনি যদি কারো প্রেমে পড়ে থাকেন তবে তাকে সুয়োগ দিন মুক্তভাবে আপনাকে ভালোবাসার।
উজাড় করে দিন বিনিময়ে কিছু আশা করবেন না
উপদেশ দিন তবে আদেশ করবেন না
জিজ্ঞাসা করুন কিন্তু কখনই দাবী করবেন না
এটা শুনতে সহজ তবে সারাজীবন সঠিকভাবে অনুশীলন করাও একটি অভ্যাস আর সত্যিকারের ভালোবাসার এটাই নিগূঢ় তত্ত্ব । সঠিকভাবে যদি এর চর্চা করতে পারেন তবে আপনি যাকে ভালোবাসেন তার কাছে কখনই অযত্নশীল হবেন না ।।
জীবনটা খুউব সুন্দর........... সবার জীবন আনন্দময় হউক।।
(সংগৃহিত)